মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ০৭:১৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
 - / ৩৯৬ বার পড়া হয়েছে
 
মুন্সীগঞ্জের শ্রীনগরের ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের হাঁসাড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া বাজারের আন্ডারপাসের উপরে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হয় মোটরসাইকেল চালক কামাল হোসেন (৩১) ও তার মেয়ে মাহিরা মাহি (১০)।
দুর্ঘটনার সঙ্গে জড়িত ঘাতক গাড়িটিকে চিহৃিত করে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
নিহতরা হলেন- বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রমজান কাঠি গ্রামের আব্দুল হাকিম বিশ্বাসের ছেলে কামাল হোসেন (৩১) এবং তার মেয়ে মাহিয়া মাহি (১০)।
হাঁসাড়া হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত গাড়িটিকে আটকের চেষ্টা চলছে।
                                 ট্যাগস : 
                                সড়ক দুর্ঘটনা                            
                   
                        
                            
																			















