গত ১৫ ফেব্রুয়ারি আদিবাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে চান্দগাঁও থানায় মামলা হয়
চট্রগ্রামে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা, কোচিংয়ের শিক্ষক গ্রেপ্তার
- আপডেট সময় ১১:০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ২০৭ বার পড়া হয়েছে
ঘুমের ওষুধ খেয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তির পর আদিবা নামে এক এসএসসি পরীক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২৫ ফেব্রুয়ারি) তার মৃত্যু হয়।
গত ১৫ ফেব্রুয়ারি আদিবাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে চান্দগাঁও থানায় মামলা হয়। পুলিশ গত ১৭ ফেব্রুয়ারি এই ঘটনায় হামিদ মোস্তাফা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
হামিদ মারা যাওয়া এসএসসি পরীক্ষার্থী আদিবার কোচিংয়ের শিক্ষক বলে জানিয়েছে পুলিশ।
এই প্রসঙ্গে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ছবেদ আলী বলেন, ‘ঘুমের ওষুধ খাওয়ার পর গত ১৫ ফেব্রুয়ারি আদিবাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে আদিবার মৃত্যু হয়। আদিবা চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ফরিদারপাড়া এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, আদিবা অন্তঃসত্ত্বা ছিল। কোচিংয়ের শিক্ষক হামিদ মোস্তাফার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল আদিবার।
আদিবার মামা মো. ইকবাল সাংবাদিকদের বলেন, ‘ঘুমের ওষুধ খাওয়ার পর আদিবার বিষয়টি আমরা জানতে পারি। আমরা এ ঘটনায় সুষ্ঠু বিচার চাই।