বিএনপি যুক্তরাষ্ট্রের কাছে যা চেয়েছিল তা পায়নি: ওবায়দুল কাদের
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০২:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ২১৭ বার পড়া হয়েছে
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির গলার জোর কমে গেছে, কিন্তু মুখের বিষটা রয়ে গেছে।
মার্কিন প্রতিনিধিদলের সফর নিয়ে তিনি বলেন, মূলত এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে এসেছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু বন্ধুর পরিবর্তে যারা প্রভু হতে চায়, তাদের দাসত্ব আমরা মানি না, মানব না।’
বাংলাদেশের ঋণখেলাপি হবার কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, নিত্যপণ্যের মূলবৃদ্ধি নিয়ে মানুষ বোঝে এতে সরকারের কোনো দোষ নেই; কারণ সারা বিশ্বেই মূল্যবৃদ্ধি ঘটেছে। এ সময় দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।