রাজধানীতে ট্রাক থেকে নেমে দৌড় দিলে মালিক-চালককে পেছন থেকে গুলি
- আপডেট সময় ০২:৩৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ২০১ বার পড়া হয়েছে
রাজধানীর সবুজবাগে দুর্বৃত্তের গুলিতে মাটি বহনকারী একটি ট্রাকচালক আহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে সবুজবাগের বাইকদি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ট্রাকচালকের নাম মো. আলম (৪৮)। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গুলিবিদ্ধ ট্রাকচালক আলম এখন চিকিৎসাধীন। আলমের গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে বলে জানান তিনি।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা সমকালকে বলেন, ভোরে মালিবাগ থেকে ট্রাকে মাটি বোঝাই করে ট্রাকমালিক গোলাম ফারুক ও চালক মো. আলম মিয়া বাইকদি এলাকায় যাচ্ছিলেন। বাইকদি এলাকায় পৌঁছালে সেখানে সড়কের পাশে রাখা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে সাত থেকে আটজন অজ্ঞাতনামা ব্যক্তি ঢিল ছুড়ে ট্রাকের সামনের গ্লাস ভেঙে ফেলে ট্রাকটি থামাতে বাধ্য করেন। পরে দুর্বৃত্তরা ট্রাক থেকে চালককে নামতে বলেন। তা না হলে গুলি করে মেরে ফেলার হুমকি দেন।
একপর্যায়ে ট্রাকমালিক ও চালক ট্রাক থেকে নেমে দৌড়াতে থাকেন। তখন পেছন থেকে দুর্বৃত্তরা গুলি করেন। এতে ট্রাকচালক আলমের ডান পায়ে গুলি লাগে। পরে তাকে চিকিৎসার জন্য প্রথমে শাহজাহানপুরের ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর হওয়ায় আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন ট্রাকমালিক গোলাম ফারুক।
ওসি প্রলয় কুমার সাহা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।