ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

ডেমরায় কাপড়ের গুদামে আগুন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • / ১৪৬ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় একটি কাপড়ের গুদামে আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় এ ঘটনা ঘটে।

ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান রাত ২টা ৩০ মিনিটে প্রথম আলোকে এ তথ্য জানান।

রাকিবুল হাসান বলেন, চারতলা একটি ভবনের তৃতীয় তলায় কাপড়ের গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে বাকি ইউনিটগুলোকেও পাঠানো হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, চার তলা ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। কাছাকাছি পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সর্ভিস।
এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

ডেমরায় কাপড়ের গুদামে আগুন

আপডেট সময় ০৫:২৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪

রাজধানীর ডেমরায় একটি কাপড়ের গুদামে আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় এ ঘটনা ঘটে।

ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান রাত ২টা ৩০ মিনিটে প্রথম আলোকে এ তথ্য জানান।

রাকিবুল হাসান বলেন, চারতলা একটি ভবনের তৃতীয় তলায় কাপড়ের গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে বাকি ইউনিটগুলোকেও পাঠানো হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, চার তলা ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। কাছাকাছি পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সর্ভিস।
এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।