যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা

- আপডেট সময় ১২:৩১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
- / ৩৪১ বার পড়া হয়েছে
যশোরে দুর্বৃত্তদের হামলায় জিল্লুর রহমান শিমুল (৪৮) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল একই গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।
নিহতের ভাই রাকিব হোসেন জানান, জিল্লুর রহমান শিমুল চুড়ামনকাটি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
এলাকায় আধিপত্য বিস্তার ও নোংরা রাজনীতির শিকার তার ভাই। রাজনৈতিক প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা তার ভাইকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে উদ্ধার করে তাকে যশোর জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক সুজায়েত হোসেন জানান, শিমুলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, কী কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটন ও জড়িতদের আটকে চেষ্টা চলছে।