কক্সবাজারের রামুতে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ জব্দ, তরুণ গ্রেপ্তার

- আপডেট সময় ১১:৩১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ৩৩৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামু থেকে সাড়ে সাত কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবি। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার গোয়ালীয়া এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি করে ওই মাদক জব্দ করা হয়।
এ সময় হেলাল উদ্দিন (২০) নামের এক তরুণকে আটক করা হয়। তিনি উখিয়ার ঠাইপালং এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে। বিজিবির রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বিষয়টি প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে তৎপর আছে বিজিবি। এরই অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল মরিচ্যা যৌথ তল্লাশি চেকপোস্ট দিয়ে অতিক্রমকারী একটি সিএনজিচালিত অটোরিকশাকে গোয়ালীয়া এলাকায় থামিয়ে এক যাত্রীকে তল্লাশি করে। এ সময় তাঁর কাছ থেকে ৭ কোটি ৫২ লাখ টাকা মূল্যের ১ কেজি ৫০৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। আটক আসামির বিরুদ্ধে মামলার পর মাদকসহ তাঁকে উখিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।