ডেমরায় ১৪টি ভলভো বাসে আগুন
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১০:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
- / ৫৬৫ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরার ধার্মিক পাড়া এলাকায় গ্যারেজে দাঁড়িয়ে থাকা ১৪টি ভলভো বাসে আগুন লেগেছে। আজ সোমবার রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আরও পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এটি দুর্ঘটনা, নাকি নাশকতা, সেটা তদন্তের পর বলা যাবে।















