জাপানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ক্রু নিহত, নিখোঁজ ৮
- আপডেট সময় ০৪:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
- / ২১৪ বার পড়া হয়েছে
জাপানে দুটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে একজন ক্রু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া এখনও সাতজন নিখোঁজ রয়েছেন। হেলিকপ্টার দুটি সাগরে বিধ্বস্ত হওয়ার আগে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জাপানের সেল্ফ-ডিফেন্স ফোর্সের (এসডিএফ) একজন মুখপাত্র এ ঘটনা নিশ্চিত করেছেন।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী মিনোরু কিহারা এ দুর্ঘটনা সম্পর্কে বলেন, ‘এরই মধ্যে সমুদ্র থেকে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার দুটির কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।’
দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি বলে জানান মিনোরু কিহারা। তবে তিনিও মনে করেন, হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হয়েছিল।
মিনোরু কিহারা বলেন, ‘একজন ক্রু নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এখন নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরের ইজু দ্বীপপুঞ্জের কাছে জাপানি সেনাদের প্রশিক্ষণ চলছিল। সেই সময় দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।
এর আগে গত এপ্রিলেও জাপানি সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ১০জন আরোহী নিয়ে দক্ষিণ ওকিনাওয়ার মিয়াকো দ্বীপে বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় সবাই নিহত হন।
চীন ও উত্তর কোরিয়ার উত্তেজনার প্রেক্ষাপটে প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে জাপান। দেশটি আমেরিকা ও এশিয়ার অন্যান্য দেশের সঙ্গেই সম্পর্ক সুদৃঢ় করেছে।