ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • / ১৯৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হন।

শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের সবজিপাড়া এলাকার মিলার্স অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেরপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এই ঘটনায় আহত হন আরও চারজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় ইঞ্জিনচালিত ভ্যানের ৩ জন নিহত হয়েছেন।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. সাইদ মোড়ল (৪৫), মো. আজাদ (৩৫), ভ্যানচালক মো. মনি (৪৫)। তারা তিনজনই রামপালের বাসিন্দা।

বাগেরহাটের রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়, মোংলাগামী একটি ট্রাক ইঞ্জিনচালিত একটি ভ্যানকে চাপা দেয়। এ সময় ভ্যানের ২ যাত্রী ও ভ্যানচালক গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে রামপাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। ঘাতক চালক মো. সারাফাহ হোসেন ও ট্রাকটিকে পুলিশ হেফাজতে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

আপডেট সময় ০৩:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হন।

শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের সবজিপাড়া এলাকার মিলার্স অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেরপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এই ঘটনায় আহত হন আরও চারজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় ইঞ্জিনচালিত ভ্যানের ৩ জন নিহত হয়েছেন।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. সাইদ মোড়ল (৪৫), মো. আজাদ (৩৫), ভ্যানচালক মো. মনি (৪৫)। তারা তিনজনই রামপালের বাসিন্দা।

বাগেরহাটের রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়, মোংলাগামী একটি ট্রাক ইঞ্জিনচালিত একটি ভ্যানকে চাপা দেয়। এ সময় ভ্যানের ২ যাত্রী ও ভ্যানচালক গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে রামপাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। ঘাতক চালক মো. সারাফাহ হোসেন ও ট্রাকটিকে পুলিশ হেফাজতে নিয়েছে।