নকল স্যালাইন তৈরি চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৫:৩৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / ২৫৮ বার পড়া হয়েছে
রাজধানীতে নকল স্যালাইন উৎপাদনকারী একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্যালাইনসহ তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেছে মতিঝিল ডিবির একটি সূত্র।
সূত্র জানায়, তীব্র গরমে একশ্রেণির অসাধু চক্র নকল ওরস্যালাইনের কারখানা স্থাপন করে উৎপাদন করছিল। ডিবি মতিঝিল বিভাগের অভিযানে কারখানাটি থেকে বিপুল পরিমাণ ওরস্যালাইন জব্দসহ তিনজন উৎপাদনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।