উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজন ছাড়া অন্যদের সুযোগ মিলছে না : রিজভী
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০২:৩৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
- / ১০৫ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ করে বলেছেন, উপজেলায় নিজেদের আত্মীয়-স্বজনদের নিয়ে নির্বাচন করছে ক্ষমতাসীনরা। মন্ত্রী-এমপিদের পরিবারের সদস্য ছাড়া অন্য নেতাদের সুযোগ মিলছে না। বিএনপি সবল আছে, টের পেয়ে পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করছে।
আজ সোমবার বেগম খালেদা জিয়াসহ কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, নিজেদের দুর্বলতা ঢাকতে বিএনপিকে নিয়ে সবসময় মিথ্যাচার করছে আওয়ামী লীগ।
জনসমর্থনহীন হয়ে পড়েছে তারা। চারপাশে দুর্নীতি, লুটপাটকারীরা ঘিরে রেখেছে ক্ষমতাসীনদের। গণতান্ত্রিক শাসন নেই বলেই বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়িয়ে, বাজার নিয়ন্ত্রণহীন করে মানুষের গলা চেপে ধরেছে সরকার। দিনদিন ঋণের বোঝা বাড়িয়ে প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে আওয়ামী লীগ।