এসএসসি পরীক্ষায় ফেল, ছাদ থেকে লাফ দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৫:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
- / ৪২২ বার পড়া হয়েছে
মাগুরায় এসএসসি পরীক্ষার ফলাফলে অংক পরীক্ষায় ফেল করায় বিনোদপুর স্কুলের এক শিক্ষার্থী ছাদ থেকে লাল দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম কথা সাহা (১৫)।
জানা যায়, আত্মহত্যার উদ্দেশ্যে চতুর্থ তলার ছাদ থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয় কথা। পরে তাকে মুমূর্ষু অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার ওই শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজে নেয়ার পথে তার মৃত্যু হয়।
রবিবার ১২ মে দুপুরের পর পরীক্ষার ফলাফল জেনে সে মাগুরা শহরের নতুন বাজার পাঠশালা স্কুল ভবনের ৫ম তলার ছাদ থেকে নিচে লাফ দেয়। এর আগে ওই শিক্ষার্থী তার ফুফুর বাসায় অবস্থান করছিল। কথা সাহা মাগুরা মোহাম্মদপুরের বিনোদপুর গার্লস স্কুলের শিক্ষার্থী। সে বিনোদপুরের বিশিষ্ট ব্যবসায়ী রাজেশ সাহার মেয়ে।