ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঝিকরগাছায় ইমামকে কুপিয়ে জখম, আটক ১

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • / ২২৬ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছার কীর্তিপুর গ্রামের মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুনকে (২৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মণিরামপুর থানায় দায়ের করা মামলার অপর দুই আসামি পলাতক। ঘটনাটি রবিবার (১২ মে) রাতে সংঘটিত হয়।

মণিরামপুর থানা সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের হিসেবে ঝিকরগাছার কীর্তিপুর গ্রামের জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে জখম করেছে তিন দুর্বৃত্ত। তারা হলো ঝিকরগাছার কীর্তিপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে রবিউল ইসলাম (৩২), সাতক্ষীরার কলারোয়া উপজেলার রেজওয়ান আলীর ছেলে আলম হোসেন (২২) এবং একই গ্রামের সরোয়ার হোসেনের ছেলে ইমন হোসেন (২২)। তাদের মধ্যে আসামি রবিউলকে পুলিশ আটক করেছে।

এলাকাবাসী জানিয়েছে, রবিবার রাত ১০টার দিকে মস্মিমনগর ইউনিয়নের জামতলা মোড়ে ইমাম আব্দুল্লাহ আল মামুনকে দাওয়াত করে নিয়ে যায় আসামিরা।
সেখানে তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে তারা। আহত ইমাম যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের ইউসুফপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম মেহেদী মাসুদ জানান, ইমাম জখমের ঘটনায় মণিরামপুর থানায় মামলা হয়েছে।
একজনকে আটক করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঝিকরগাছায় ইমামকে কুপিয়ে জখম, আটক ১

আপডেট সময় ১০:৩৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

যশোরের ঝিকরগাছার কীর্তিপুর গ্রামের মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুনকে (২৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মণিরামপুর থানায় দায়ের করা মামলার অপর দুই আসামি পলাতক। ঘটনাটি রবিবার (১২ মে) রাতে সংঘটিত হয়।

মণিরামপুর থানা সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের হিসেবে ঝিকরগাছার কীর্তিপুর গ্রামের জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে জখম করেছে তিন দুর্বৃত্ত। তারা হলো ঝিকরগাছার কীর্তিপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে রবিউল ইসলাম (৩২), সাতক্ষীরার কলারোয়া উপজেলার রেজওয়ান আলীর ছেলে আলম হোসেন (২২) এবং একই গ্রামের সরোয়ার হোসেনের ছেলে ইমন হোসেন (২২)। তাদের মধ্যে আসামি রবিউলকে পুলিশ আটক করেছে।

এলাকাবাসী জানিয়েছে, রবিবার রাত ১০টার দিকে মস্মিমনগর ইউনিয়নের জামতলা মোড়ে ইমাম আব্দুল্লাহ আল মামুনকে দাওয়াত করে নিয়ে যায় আসামিরা।
সেখানে তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে তারা। আহত ইমাম যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের ইউসুফপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম মেহেদী মাসুদ জানান, ইমাম জখমের ঘটনায় মণিরামপুর থানায় মামলা হয়েছে।
একজনকে আটক করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।