ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর ভাগনেকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
  • / ১৪৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সাইদুর রহমানকে (৪০) বৃহস্পতিবার কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহত ব্যক্তিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সাইদুর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের ভাগনে।

থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার রাতে রাজনগর এলাকায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খানের সমর্থকদের ধাওয়া দেয় ঘোড়া প্রতীকের সমর্থকেরা। এ ঘটনার জেরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার শাপলাখালী মোড় এলাকায় আনারস প্রতীকের কয়েকজন কর্মী ইউপি সদস্য সাইদুরকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। সাইদুর তখন রিকশায় ছিলেন। স্থানীয় লোকজন তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গায়েন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর ভাগনেকে কুপিয়ে জখম

আপডেট সময় ১১:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সাইদুর রহমানকে (৪০) বৃহস্পতিবার কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহত ব্যক্তিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সাইদুর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের ভাগনে।

থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার রাতে রাজনগর এলাকায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খানের সমর্থকদের ধাওয়া দেয় ঘোড়া প্রতীকের সমর্থকেরা। এ ঘটনার জেরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার শাপলাখালী মোড় এলাকায় আনারস প্রতীকের কয়েকজন কর্মী ইউপি সদস্য সাইদুরকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। সাইদুর তখন রিকশায় ছিলেন। স্থানীয় লোকজন তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গায়েন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।