উত্তরা বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালের কারাদণ্ড
- আপডেট সময় ০৭:৩১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
- / ১৫৯ বার পড়া হয়েছে
জনসাধারণের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) উত্তরা ডিয়াবাড়িতে অবস্থিত ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়কে দালালমুক্ত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ দালালিতে জড়িত থাকার দায়ে দালাল চক্রের ৪ জনকে আটক করে বিভিন্ন দণ্ডাদেশ প্রদান জেল হাজতে প্রেরণ করা হয়।
বুধবার (১০ জুলাই) সকাল ১০ টা থেকে বিকাল ২টা পর্যন্ত বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত ৩-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতে তাদের দোষ স্বীকার করেন এবং তাদেরকে এক মাসের বিনাশ্রম কারা দণ্ডাদেশ প্রদান করেন, বিআরটিএ ভ্রমমাণ আদালত। এসময় অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।
আটক হওয়া ৪ দালাল হলেন, ১. জনি চৌধুরী (৩০), পিতা আব্দুল মানান। ২. মো. সালেহ আকরাম (৪২), পিতা মৃত সোবহান। ৩. আবু বক্র (১৯), পিতা আব্দুর রশিদ। ৪. মো. রিয়াজ হোসেন (২৪) পিতা নজির উল্ল্যাহ।
এ বিষয়ে জানতে চাইলে এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দূরত্ব কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে ভবিষ্যতেও থাকবে। তিনি গ্রাহকদের উদ্দেশে বলেন, বিআরটিএ আগত গ্রাহকগণ সরাসরি বিআরটিএ’র কর্মকর্তা কর্মচারীর কাছে আসলে দ্রুত সেবা পাবেন।