ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক:-
  • আপডেট সময় ০৮:০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • / ৭০ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোংলায় এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গোলাম শেখ নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। গত রোববার উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়ার ফেলুরখন্ড এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত গোলাম শেখ ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

এ ঘটনায় গতকাল বুধবার মোংলা থানায় মামলা করেছেন নির্যাতনের শিকার ওই তরুণীর বড় ভাই। তবে ঘটনার পরপরই গোলাম শেখ পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, অভিযুক্ত গোলাম শেখকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ভুক্তভোগীর স্বজন ও মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে বাবা অন্যত্র চলে যাওয়ায় মা, বড় ভাই ও দুই বোনের সঙ্গে থাকতেন ওই তরুণী। গত রোববার দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির অদূরে মাঠে গরু আনতে যান। সেখান থেকে ফেরার পথে পার্শ্ববর্তী একটি চিংড়ির ঘেরের থাকা গোলাম শেখ তাকে টেনে-হিঁচড়ে মাছ পাহারার ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ওই তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দৌড়ে পালিয়ে যান গোলাম শেখ।

এলাকাবাসী জানায়, এমন বহু অভিযোগ রয়েছে গোলাম শেখের বিরুদ্ধে। কিন্তু প্রভাবশালী হওয়ায় কিন্তু কেউ প্রতিবাদ করতে পারছে না।

মোংলা রামপাল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনসহ থানায় মামলা নেওয়া হয়েছে। তবে পুলিশ আসার খবরে পালিয়ে যাওয়ায় আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৮:০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

বাগেরহাটের মোংলায় এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গোলাম শেখ নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। গত রোববার উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়ার ফেলুরখন্ড এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত গোলাম শেখ ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

এ ঘটনায় গতকাল বুধবার মোংলা থানায় মামলা করেছেন নির্যাতনের শিকার ওই তরুণীর বড় ভাই। তবে ঘটনার পরপরই গোলাম শেখ পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, অভিযুক্ত গোলাম শেখকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ভুক্তভোগীর স্বজন ও মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে বাবা অন্যত্র চলে যাওয়ায় মা, বড় ভাই ও দুই বোনের সঙ্গে থাকতেন ওই তরুণী। গত রোববার দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির অদূরে মাঠে গরু আনতে যান। সেখান থেকে ফেরার পথে পার্শ্ববর্তী একটি চিংড়ির ঘেরের থাকা গোলাম শেখ তাকে টেনে-হিঁচড়ে মাছ পাহারার ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ওই তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দৌড়ে পালিয়ে যান গোলাম শেখ।

এলাকাবাসী জানায়, এমন বহু অভিযোগ রয়েছে গোলাম শেখের বিরুদ্ধে। কিন্তু প্রভাবশালী হওয়ায় কিন্তু কেউ প্রতিবাদ করতে পারছে না।

মোংলা রামপাল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনসহ থানায় মামলা নেওয়া হয়েছে। তবে পুলিশ আসার খবরে পালিয়ে যাওয়ায় আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।