রবিবার সারাদেশে গণ পদযাত্রার ঘোষণা কোটা আন্দোলনকারীদের
- আপডেট সময় ০৭:১৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / ৭৭ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও আগামী ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামীকাল রবিবার রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন কোটা আন্দোলনকারী। এর আগে বঙ্গভবন অভিমুখে গণ পদযাত্রা শুরু করবেন তারা। এছাড়া একইদিনে নিজ নিজ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণ পদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবে।
আজ শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া তাদের ক্লাস ধর্মঘটও চলমান থাকবে বলে জানান আন্দোলনকারীরা।
কর্মসূচি অনুযায়ী, আগামীকাল সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই গণ পদযাত্রা শুরু হবে। এই গণ পদযাত্রা রাষ্ট্রপতির কার্যালয়ে গিয়ে সেখানে স্মারকলিপি প্রদান করা হবে। গণ পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, শেরে বাংলা কলেজসহ ঢাকার সকল প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিস্তারিত আসছে…