ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কোটা আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পাঁয়তারা চলছে : কাদের

নিউজ ডেস্ক:-
  • আপডেট সময় ০৩:০২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • / ৮৯ বার পড়া হয়েছে

কোটা আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পাঁয়তারা চলছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে বিএনপিসহ একটি চিহ্নিত মহল ষড়যন্ত্র করার চেষ্টা করছে। রোববার (১৪ জুলাই) এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কোটাবিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন। এরপরও বিএনপি ও তার দোসররা এই আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে।

আরও পড়ুন: স্মারকলিপি দিতে ১২ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে

কাদের বলেন, বিএনপি ও তার দোসররা সব আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন তারা শিক্ষার্থীদের এই কোটাবিরোধী আন্দোলনের ওপর ভর করছে এবং এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ধৈর্য্য ধারণ করার জন্য আহ্বান জানিয়েছি। যেহেতু কোটার বিষয়টি আদালতে বিচারাধীন। এখানে সরকারের কিছু করার নেই। তাই কারও উস্কানিতে পড়ে সরকারবিরোধী বক্তব্য না দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।

কাদের আরও বলেন, চূড়ান্ত শুনানিতে আদালত সব পক্ষের বক্তব্য এবং যুক্তি-তর্ক আমলে নিয়ে চূড়ান্ত রায় দেবেন। আশা করি, অচিরেই এই বিষয়ে সমাধান হবে।

যৌক্তিক দাবির প্রতি আওয়ামী লীগ সর্বদা আন্তরিক। আমরা সবসময় জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি জনকল্যাণকর উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের পুনরায় আহ্বান জানাব বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ওপর আস্থা রাখার জন্য-যোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

কোটা আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পাঁয়তারা চলছে : কাদের

আপডেট সময় ০৩:০২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

কোটা আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পাঁয়তারা চলছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে বিএনপিসহ একটি চিহ্নিত মহল ষড়যন্ত্র করার চেষ্টা করছে। রোববার (১৪ জুলাই) এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কোটাবিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন। এরপরও বিএনপি ও তার দোসররা এই আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে।

আরও পড়ুন: স্মারকলিপি দিতে ১২ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে

কাদের বলেন, বিএনপি ও তার দোসররা সব আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন তারা শিক্ষার্থীদের এই কোটাবিরোধী আন্দোলনের ওপর ভর করছে এবং এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ধৈর্য্য ধারণ করার জন্য আহ্বান জানিয়েছি। যেহেতু কোটার বিষয়টি আদালতে বিচারাধীন। এখানে সরকারের কিছু করার নেই। তাই কারও উস্কানিতে পড়ে সরকারবিরোধী বক্তব্য না দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।

কাদের আরও বলেন, চূড়ান্ত শুনানিতে আদালত সব পক্ষের বক্তব্য এবং যুক্তি-তর্ক আমলে নিয়ে চূড়ান্ত রায় দেবেন। আশা করি, অচিরেই এই বিষয়ে সমাধান হবে।

যৌক্তিক দাবির প্রতি আওয়ামী লীগ সর্বদা আন্তরিক। আমরা সবসময় জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি জনকল্যাণকর উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের পুনরায় আহ্বান জানাব বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ওপর আস্থা রাখার জন্য-যোগ করেন তিনি।