ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া: ছাত্রলীগ থেকে পদত্যাগের হিড়িক

ক্যাম্পাস প্রতিনিধি:-
  • আপডেট সময় ১১:০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • / ১২১৯ বার পড়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলনের মাঝেই ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। রবিবার (১৪ জুলাই) নিজ নিজ ফেইসবুক পেজে ঘোষণা দিয়ে এসব ছাত্র নেতারা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

জানা যায়, চীন সফর শেষে শেখ হাসিনা রবিবার বিকালে প্রেস ব্রিফিং করেছেন। সেখানে কোটা আন্দোলনকারীদের কটাক্ষ করে অনেক রকম কথা বার্তা বলেছেন তিনি। যার প্রেক্ষিতে ছাত্রলীগ নেতারা পদত্যাগ করছেন। শেখ হাসিনা ব্রিফিংয়ের এক পর্যায়ে বলেন, “সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা কোটা সুবিধা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা কোটা সুবিধা পাবে? মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা কোটা পাবে? তা তো আমরা দিতে পারি না।”

শেখ হাসিনা আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদের কে দিয়েছে? তারা দেশ স্বাধীন করার জন্য জীবনপণ লড়েছে। তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় কীভাবে? মুক্তিযুদ্ধ তাদের এখন ভালো লাগে না।

এদিকে পদত্যাগকারী নেতাদের ফেইসবুক আইডি ঘুরে দেখা যায় তারা বিভিন্ন অভিযোগ দিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন, ছাত্রলীগের শিক্ষা ও গবেষণা ইনষ্টিটিউটের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক রাতুল আহমেদ শ্রাবন, ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার দ্যা সূর্যসেন হল ছাত্রলীগের কার্যকরী সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান জীম, ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের রাসেল হোসেন, কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের মো: রাফিউল ইসলাম রাফিসহ আরও অনেকে।

তারা তাদের ফেইসবুক পোষ্টে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কবি জসিম উদ্দিন হল শাখা নিজেকে বহিস্কার করলাম। কারন আমি রাজাকারের নাতি। আমাকে কোনো প্রোগ্রামে কেই ডাকবেন না। ইটস লাউড এন্ড ক্লিয়ার।

এ বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলতে রাজি হননি ঢাবি ছাত্রলীগ সভাপতি মাজাহারুল কবীর শয়ন। পদত্যাগকারী নেতৃবৃন্দের সাথে মুঠোফোনে যোগাযাগ করার চেষ্টা করা হলেও তাদের কাউকেই পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া: ছাত্রলীগ থেকে পদত্যাগের হিড়িক

আপডেট সময় ১১:০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

কোটা সংস্কার আন্দোলনের মাঝেই ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। রবিবার (১৪ জুলাই) নিজ নিজ ফেইসবুক পেজে ঘোষণা দিয়ে এসব ছাত্র নেতারা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

জানা যায়, চীন সফর শেষে শেখ হাসিনা রবিবার বিকালে প্রেস ব্রিফিং করেছেন। সেখানে কোটা আন্দোলনকারীদের কটাক্ষ করে অনেক রকম কথা বার্তা বলেছেন তিনি। যার প্রেক্ষিতে ছাত্রলীগ নেতারা পদত্যাগ করছেন। শেখ হাসিনা ব্রিফিংয়ের এক পর্যায়ে বলেন, “সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা কোটা সুবিধা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা কোটা সুবিধা পাবে? মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা কোটা পাবে? তা তো আমরা দিতে পারি না।”

শেখ হাসিনা আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদের কে দিয়েছে? তারা দেশ স্বাধীন করার জন্য জীবনপণ লড়েছে। তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় কীভাবে? মুক্তিযুদ্ধ তাদের এখন ভালো লাগে না।

এদিকে পদত্যাগকারী নেতাদের ফেইসবুক আইডি ঘুরে দেখা যায় তারা বিভিন্ন অভিযোগ দিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন, ছাত্রলীগের শিক্ষা ও গবেষণা ইনষ্টিটিউটের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক রাতুল আহমেদ শ্রাবন, ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার দ্যা সূর্যসেন হল ছাত্রলীগের কার্যকরী সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান জীম, ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের রাসেল হোসেন, কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের মো: রাফিউল ইসলাম রাফিসহ আরও অনেকে।

তারা তাদের ফেইসবুক পোষ্টে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কবি জসিম উদ্দিন হল শাখা নিজেকে বহিস্কার করলাম। কারন আমি রাজাকারের নাতি। আমাকে কোনো প্রোগ্রামে কেই ডাকবেন না। ইটস লাউড এন্ড ক্লিয়ার।

এ বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলতে রাজি হননি ঢাবি ছাত্রলীগ সভাপতি মাজাহারুল কবীর শয়ন। পদত্যাগকারী নেতৃবৃন্দের সাথে মুঠোফোনে যোগাযাগ করার চেষ্টা করা হলেও তাদের কাউকেই পাওয়া যায়নি।