কোটা সংস্কার আন্দোলন
চবি শিক্ষার্থীদের বেধড়ক পেটাল ছাত্রলীগ
ক্যাম্পাস প্রতিনিধি:-
- আপডেট সময় ০৫:৪৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
- / ১১৭ বার পড়া হয়েছে
সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফির ছাত্রত্ব বাতিল করতে চাপ সৃষ্টি ও তাকে বেধড়ক পিটিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আড়াইটার শাটলে ষোলশহরে যাওয়ার আগে তাকে ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী প্রক্টরের অফিসে ধরে নিয়ে যায়।
এদিকে রাফির মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের আরও বেশ কয়েকজন মেয়ে শিক্ষার্থী মিছিল নিয়ে শহীদ মিনার হয়ে যাওয়ার সময় আবারও ছাত্রলীগের হাতে হামলার শিকার হয়। এ সময় এক শিক্ষার্থীর মাথা ফেটে যায়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোটা আন্দোলনকারী রাফি প্রক্টরের হেফাজতে রয়েছে।