সায়েন্সল্যাবে কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, ককটেল নিক্ষেপ
- আপডেট সময় ০৪:৫৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
- / ৯৯ বার পড়া হয়েছে
রাজধানীর সাইন্সল্যাবে উচ্চমাধ্যমিকের ৪ কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা কলেজ ছাত্রলীগের সংঘর্ষ চলছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা কলেজের সামনে অবস্থান করছিলেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কোটা বিরোধী আন্দোলনে অংশ নিয়ে দুপুরের দিকে উচ্চমাধ্যমিকের ৪ কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড় অবরোধ করেন। এ সময় ঢাকা কলেজ ছাত্রলীগের একটি মিছিল বের হয়ে এসে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করে। এ সময় শিক্ষার্থীরা প্রতিরোধ করতে গেলে দুপক্ষের সংঘর্ষ বাধে।
পরে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে শিক্ষার্থীরা ধানমন্ডির দিকে চলে যায়। এ সময় ছাত্রলীগের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা কলেজের সামনে অবস্থান করছিলেন।
এর আগে রাজধানীর নতুন বাজার এলাকায় কোটা আন্দোলনকারী বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে, এখনও আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েকশ শিক্ষার্থী নতুন বাজার সিগন্যালের সামনে রাস্তা অবরোধ করে রেখেছেন। এ সময় নতুন বাজার এলাকা দিয়ে যাতায়াতকারী সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শত শত যানবাহন সেখানে আটকা পড়েছে।