জাবিতে ছাত্রলীগের ‘প্রবেশ নিষেধ’

- আপডেট সময় ০৩:১৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ৩২২ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ঘটনা ঘটেছে। যার কারণে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ প্রবেশ নিষেধ করেছেন তারা।
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ পোস্টার লাগানো হয়। পোস্টারে লেখা ‘ছাত্রলীগ প্রবেশ নিষেধ, আদেশক্রমে ছাত্রসমাজ’।
আজ সকাল থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সারাদিন ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারেননি।
এ সময় জাবি শিক্ষার্থীদের সঙ্গে সাভার মডেল কলেজ, বিপিএসিটি স্কুল অ্যান্ড কলেজ, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক, মির্জা গোলাম, গণবিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল, নিটার ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ আশেপাশের স্কুল ও কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেন।
চলমান এই আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, সোমবার রাতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ হামলা চালিয়েছিল। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।