নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ডিবি পুলিশের অভিযান
নিউজ ডেস্ক:-
- আপডেট সময় ০৩:৩৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ১৩৮ বার পড়া হয়েছে
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে রাত ১টা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন ডিবি প্রধান হারুন অর রশিদ।
অভিযান শেষে হারুন অর রশিদ বলেন, আমরা ডিবি পুলিশ কয়েকদিন ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলাম। এরই প্রেক্ষিতে আজকে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, অভিযানে শতাধিক ককটেল, চার বোতল পেট্রোল, বিপুল পরিমাণের লাঠি ও ৫ থেকে ৭টি দেশি অস্ত্র পাওয়া গেছে।
ডিবি প্রধান আরও বলেন, ছাত্রদলের সাবেক সভাপতি রওণকুল ইসলাম শ্রাবণসহ ৮ থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।