চবিতে হল ছেড়ে পালাচ্ছেন ছাত্রলীগের কর্মী-সমর্থকরা
- আপডেট সময় ০৩:৫৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ১৩১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিভিন্ন উপগ্রুপ ছেড়ে পালাচ্ছেন কর্মী-সমর্থকরা। কোটাপ্রথা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, হামলা এবং মৃত্যুর ঘটনায় চবির বিভিন্ন হল থেকেও ছাত্রলীগের কর্মী-সমর্থকরা স্বেচ্ছায় বের হয়ে যাচ্ছেন।
রোববার (১৫ জুলাই) প্রধানমন্ত্রীর বক্তব্যের পর থেকেই শুরু হয় এ হিড়িক। শেষ খবর পাওয়া পর্যন্ত শাখা ছাত্রলীগের বিভিন্ন উপগ্রুপের অন্তত ১০০ কর্মী পদত্যাগ করেছেন। এর মধ্যে সরাসরি ফেসবুক পোস্টের মাধ্যমে পদত্যাগের সংখ্যা অন্তত ৩০ জন।
এ ছাড়াও হামলার ঘটনায় নির্লিপ্ত থাকা ও সংগঠনের নেতাদের সম্পৃক্ততার কারণে বিভিন্ন সংগঠনের মেসেঞ্জার গ্রুপগুলো থেকে লিভ নেওয়ার খবর পাওয়া যায়। এ সময় শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের ম্যাসেঞ্জার গ্রুপ থেকে নেশ কয়েকজন লিভ নেওয়ার স্ক্রিনশট প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে।