বরিশালে সাড়ে ৯ ঘণ্টা ধরে আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষ, আহত অন্তত ৪০

- আপডেট সময় ০৩:০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
- / ৩৪২ বার পড়া হয়েছে
বরিশালে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বুধবার রাত ১১টা পর্যন্ত চলছে।
দুপুর দেড়টা থেকে এই সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৪০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে শিক্ষার্থী, পুলিশ ও সাংবাদিক আছেন।
সংঘর্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঁইয়াও আহত হয়েছেন। আর আহত সাংবাদিকদের মধ্যে আছেন যুগান্তরের আলোকচিত্রী শামীম আহমেদ, নিউজ ২৪ এর ব্যুরো চিফ সাইফুর রহমান, ডিবিসি নিউজের ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ওমর ফারুক সাব্বির।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টায় আন্দোলনকারীরা শহরের চৌমাথায় জড়ো হন। পরে তাদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে শহরের নথুল্লাবাদ, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সিএনবি সড়ক এলাকায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ।
চলমান সংঘর্ষের কারণে ঢাকা, বরিশালসহ দূরপাল্লার অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত একই পরিস্থিতি বিরাজ করছে।
জানা গেছে, হল ছাড়ার নির্দেশনা থাকলেও হল ছা