ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবারের মধ্যে যোগ না দিলে পুলিশ সদস্যদের চাকরি থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক:-
  • আপডেট সময় ০৩:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • / ৪৭ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

আগামী বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশ সদস্যদের চাকরি থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। রোববার দুপুরে প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে স্ব স্ব কর্মস্থলে না আসেন তাহলে আমি ধরে নেবো আপনারা চাকরিতে ইচ্ছুক নন। নির্দিষ্ট তারিখের মধ্যে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ না দিলে তাদেরকে পলাতক ঘোষণা করা হবে। এ বিষয়ে আইজিপি, র‌্যাবের মহাপরিচালক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করেছি।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন। ডিউটিতে থাকবেন। যা হওয়ার হয়ে গেছে, অহেতুক কেউ কারও গায়ে হাত তুলবেন না। বিচার করার প্রক্রিয়া আমরা করব। বিচার বিভাগ বিচার করবে।

তিনি আরও বলেন, যারা দোষী হবেন- বড় দোষী, ছোট দোষী যেই হোক তাদের পানিশমেন্ট হবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

বৃহস্পতিবারের মধ্যে যোগ না দিলে পুলিশ সদস্যদের চাকরি থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৩:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

আগামী বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশ সদস্যদের চাকরি থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। রোববার দুপুরে প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে স্ব স্ব কর্মস্থলে না আসেন তাহলে আমি ধরে নেবো আপনারা চাকরিতে ইচ্ছুক নন। নির্দিষ্ট তারিখের মধ্যে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ না দিলে তাদেরকে পলাতক ঘোষণা করা হবে। এ বিষয়ে আইজিপি, র‌্যাবের মহাপরিচালক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করেছি।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন। ডিউটিতে থাকবেন। যা হওয়ার হয়ে গেছে, অহেতুক কেউ কারও গায়ে হাত তুলবেন না। বিচার করার প্রক্রিয়া আমরা করব। বিচার বিভাগ বিচার করবে।

তিনি আরও বলেন, যারা দোষী হবেন- বড় দোষী, ছোট দোষী যেই হোক তাদের পানিশমেন্ট হবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না।