৩২৩ পৌর মেয়রকে অপসারণ

নিউজ ডেস্ক:-
- আপডেট সময় ০৩:২৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
- / ১৯১ বার পড়া হয়েছে
দেশের ৩২৩টি পৌরসভার মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়।
এর আগে ৪৯৫টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দায়িত্ব পালন করবেন। এছাড়া ৫৩টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। তাদের পরিবর্তে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসকরা (ডিসি)।