ঢাকা ১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাত থেকে ষাটোর্ধ্ব, টিএসসিতে ত্রাণ দিতে পিছিয়ে নেই কেউ

নিউজ ডেস্ক:-
  • আপডেট সময় ১২:০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • / ১১৮ বার পড়া হয়েছে

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ১১টি জেলাজুড়ে আকস্মিক বন্যা পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো ‘গণত্রাণ’ কর্মসূচিতে ত্রাণ পৌঁছে দিতে হাজারো মানুষের ঢল নেমেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) উপচে পড়া ভিড় ত্রাণ দেওয়া মানুষের। শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশ নিতে নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণসহায়তা পৌঁছে দিতে আসেন বিপুলসংখ্যক মানুষ। সেখানে দেখা যায়, ৭ বছরের শিশু থেকে শুরু করে ৬০ বছর বয়সী বৃদ্ধ এসেছেন বন্যা কবলিত মানুষের মানুষের সেবায় বস্তা ভর্তি ত্রাণ নিয়ে। শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৮টায় ত্রাণ কার্যক্রম শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত।

সরেজমিনে টিএসসি প্রাঙ্গন ঘুরে দেখা যায়, রাজধানীর বিভিন্ন স্থান থেকে মানুষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন পরিবহনে করে বন্যার্তদের জন্য খাবার, জামাকাপড়, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছে। অসংখ্য মানুষ তাদের ব্যক্তিগত গাড়িতে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে এসেছে। তা ছাড়া বিকেলে বিজিবির একটি কাভার্ড ভ্যান ভর্তি করে ত্রাণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়।

23-08-24-Relief Fund-TSC-17

বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহে শতাধিক স্বেচ্ছাসেবী শিক্ষার্থীকে বিরামহীনভাবে কাজ করতে দেখা যায়। বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহে শতাধিক স্বেচ্ছাসেবী শিক্ষার্থীকে বিরামহীনভাবে কাজ করতে দেখা যায়। মাঝেমধ্যে ত্রাণের বহর খালি করতে হিমশিম খাচ্ছেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের এসব তদারকি করতে দেখা যায়।

শুধু খাদ্যসামগ্রী নয়, সংগ্রহ করা হচ্ছে নগদ টাকাও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া তথ্য মতে, রাত ১০টা পর্যন্ত সাহায্য পাওয়া মোট নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ২৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা।

cumilla Gomti Nadi Pani Bombay pic-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে আসা ইহান একটি প্লাস্টিকের ব্যাংকে জমানো তার সব টাকা বন্যার্তদের সহায়তায় দান করে দেয়। অন্যদিকে পুরান ঢাকার ব্যবসায়ী শাহিন চৌধুরী এসেছেন দুই বস্তা নারীদের কাপড় এবং প্রয়োজনীয় সামগ্রী নিয়ে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবি জুবাইর তার ফেসবুক পোস্টে এ নিয়ে লেখেন, যা কিছু সুন্দর, তিন বছর ধরে প্লাস্টিকের ব্যাংকে জমানো সব টাকা নিয়ে টিএসসিতে হাজির ৭ বছরের ইহান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ বুথের মাধ্যমে এ টাকা সে পৌঁছে দিতে চায় বন্যার্তদের সাহায্যে।

পুরান ঢাকার আগামসি লেন এলাকা থেকে আসা শাহীন চৌধুরী নামে ষাটোর্ধ ব্যাবসায়ী জানান, প্রায় দুই বস্তা কাপড় আমার মেয়ে আমার স্ত্রী এবং ছেলেরা মিলে আমাকে দিয়ে পাঠিয়েছে ত্রাণ দেবার জন্য।

Messenger_creation_1778346109639617

একটা রাজনৈতিক পরিবর্তনের পর একটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সকলেই এগিয়ে আসা উচিত এই ধারণায় উদ্বুদ্ধ হয়ে আমি এখানে আসলাম।

প্রসঙ্গত, ত্রিপুরার ডোম্বুর বাঁধ খুলে দেওয়ার পর বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের মানুষের জনজীবন। ফেসবুকে ভেসে বেড়াচ্ছে বিভীষিকাময় চিত্র। লাশ ভেসে যাচ্ছে পানির স্রোতের সাথে। সারাদেশের মানুষ এক হয়ে পাশে দাঁড়িয়েছে দক্ষিণাঞ্চলের মানুষের।

নিউজটি শেয়ার করুন

সাত থেকে ষাটোর্ধ্ব, টিএসসিতে ত্রাণ দিতে পিছিয়ে নেই কেউ

আপডেট সময় ১২:০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ১১টি জেলাজুড়ে আকস্মিক বন্যা পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো ‘গণত্রাণ’ কর্মসূচিতে ত্রাণ পৌঁছে দিতে হাজারো মানুষের ঢল নেমেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) উপচে পড়া ভিড় ত্রাণ দেওয়া মানুষের। শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশ নিতে নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণসহায়তা পৌঁছে দিতে আসেন বিপুলসংখ্যক মানুষ। সেখানে দেখা যায়, ৭ বছরের শিশু থেকে শুরু করে ৬০ বছর বয়সী বৃদ্ধ এসেছেন বন্যা কবলিত মানুষের মানুষের সেবায় বস্তা ভর্তি ত্রাণ নিয়ে। শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৮টায় ত্রাণ কার্যক্রম শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত।

সরেজমিনে টিএসসি প্রাঙ্গন ঘুরে দেখা যায়, রাজধানীর বিভিন্ন স্থান থেকে মানুষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন পরিবহনে করে বন্যার্তদের জন্য খাবার, জামাকাপড়, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছে। অসংখ্য মানুষ তাদের ব্যক্তিগত গাড়িতে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে এসেছে। তা ছাড়া বিকেলে বিজিবির একটি কাভার্ড ভ্যান ভর্তি করে ত্রাণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়।

23-08-24-Relief Fund-TSC-17

বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহে শতাধিক স্বেচ্ছাসেবী শিক্ষার্থীকে বিরামহীনভাবে কাজ করতে দেখা যায়। বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহে শতাধিক স্বেচ্ছাসেবী শিক্ষার্থীকে বিরামহীনভাবে কাজ করতে দেখা যায়। মাঝেমধ্যে ত্রাণের বহর খালি করতে হিমশিম খাচ্ছেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের এসব তদারকি করতে দেখা যায়।

শুধু খাদ্যসামগ্রী নয়, সংগ্রহ করা হচ্ছে নগদ টাকাও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া তথ্য মতে, রাত ১০টা পর্যন্ত সাহায্য পাওয়া মোট নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ২৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা।

cumilla Gomti Nadi Pani Bombay pic-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে আসা ইহান একটি প্লাস্টিকের ব্যাংকে জমানো তার সব টাকা বন্যার্তদের সহায়তায় দান করে দেয়। অন্যদিকে পুরান ঢাকার ব্যবসায়ী শাহিন চৌধুরী এসেছেন দুই বস্তা নারীদের কাপড় এবং প্রয়োজনীয় সামগ্রী নিয়ে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবি জুবাইর তার ফেসবুক পোস্টে এ নিয়ে লেখেন, যা কিছু সুন্দর, তিন বছর ধরে প্লাস্টিকের ব্যাংকে জমানো সব টাকা নিয়ে টিএসসিতে হাজির ৭ বছরের ইহান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ বুথের মাধ্যমে এ টাকা সে পৌঁছে দিতে চায় বন্যার্তদের সাহায্যে।

পুরান ঢাকার আগামসি লেন এলাকা থেকে আসা শাহীন চৌধুরী নামে ষাটোর্ধ ব্যাবসায়ী জানান, প্রায় দুই বস্তা কাপড় আমার মেয়ে আমার স্ত্রী এবং ছেলেরা মিলে আমাকে দিয়ে পাঠিয়েছে ত্রাণ দেবার জন্য।

Messenger_creation_1778346109639617

একটা রাজনৈতিক পরিবর্তনের পর একটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সকলেই এগিয়ে আসা উচিত এই ধারণায় উদ্বুদ্ধ হয়ে আমি এখানে আসলাম।

প্রসঙ্গত, ত্রিপুরার ডোম্বুর বাঁধ খুলে দেওয়ার পর বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের মানুষের জনজীবন। ফেসবুকে ভেসে বেড়াচ্ছে বিভীষিকাময় চিত্র। লাশ ভেসে যাচ্ছে পানির স্রোতের সাথে। সারাদেশের মানুষ এক হয়ে পাশে দাঁড়িয়েছে দক্ষিণাঞ্চলের মানুষের।