ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ খান, প্রজ্ঞাপন জারি

ক্যাম্পাস প্রতিনিধি:-
  • আপডেট সময় ০৪:৪৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • / ৬০ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩০তম উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা উপসচিব মো. শাহীনুর ইসলামের স্বাক্ষরে এ প্রজ্ঞাপনে জারি করা হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১১ (২) অনুযায়ী প্রফেসর নিয়াজ আহমেদ খান, পিএইচডি, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওই বিশ্ববিদ্যালয়ে সাময়িকভাবে উপাচার্য পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো-

(ক) উপাচার্য পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে; (খ) উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; (গ) তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; (ঘ) তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। (ঙ) জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

জানা গেছে, অধ্যাপক নিয়াজ আহমেদ খান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তার প্রপিতামহ খান বাহাদুর নাসির উদ্দিন খান এবং অবিভক্ত ভারতের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর ছিলেন। পিতামহ কবীর উদ্দিন আহমেদ খান ছিলেন আসাম-বেঙ্গল সিভিল সার্ভিসের ডেপুটি কালেক্টর ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট।

অধ্যাপক নিয়াজের বাবা ড. শফিক আহমদ খান ষাটের দশকের প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়ন বিভাগ প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন।

পেশাগত জীবনে অধ্যাপক নিয়াজ আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ‘অধ্যাপক’ ছিলেন। পরবর্তী সময়ে ২০০৬ সালে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগে। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি এই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি এই বিভাগেই অধ্যাপনা করছেন।

এর বাইরে, ড. নিয়াজ আহমেদ খান ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)- এর প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার এবং বাংলাদেশ ট্রপিক্যাল ফরেস্ট কনজারভেশন (আরণ্যক) ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চশিক্ষা ও গবেষণা করা এই স্কলার দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন।

অধ্যাপক নিয়াজ আহমেদ (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচার) আইইউসিএন-এর বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করার পাশাপাশি ইউএনডিপি বাংলাদেশ-এর সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর; এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ; কুইন এলিজাবেথ হাউস, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়ান ফেলো; কায়রোর আমেরিকান বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট পরিদর্শন গবেষক; পিকেএসএফের ম্যানেজার (অপারেশনস) এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিশিষ্ট ভিজিটিং প্রফেসর হিসেবে ছিলেন।

অধ্যাপক নিয়াজের পরিবেশ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং সামাজিক উন্নয়নের মতো বিস্তৃত ক্ষেত্রগুলোতে ১৭০টিরও বেশি রেফারেড প্রকাশনা প্রকাশ রয়েছে।

যার মধ্যে ৪৫টি ওয়েব অব সায়েন্স বা স্কোপাস ইনডেক্সড জার্নাল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ খান, প্রজ্ঞাপন জারি

আপডেট সময় ০৪:৪৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩০তম উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা উপসচিব মো. শাহীনুর ইসলামের স্বাক্ষরে এ প্রজ্ঞাপনে জারি করা হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১১ (২) অনুযায়ী প্রফেসর নিয়াজ আহমেদ খান, পিএইচডি, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওই বিশ্ববিদ্যালয়ে সাময়িকভাবে উপাচার্য পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো-

(ক) উপাচার্য পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে; (খ) উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; (গ) তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; (ঘ) তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। (ঙ) জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

জানা গেছে, অধ্যাপক নিয়াজ আহমেদ খান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তার প্রপিতামহ খান বাহাদুর নাসির উদ্দিন খান এবং অবিভক্ত ভারতের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর ছিলেন। পিতামহ কবীর উদ্দিন আহমেদ খান ছিলেন আসাম-বেঙ্গল সিভিল সার্ভিসের ডেপুটি কালেক্টর ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট।

অধ্যাপক নিয়াজের বাবা ড. শফিক আহমদ খান ষাটের দশকের প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়ন বিভাগ প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন।

পেশাগত জীবনে অধ্যাপক নিয়াজ আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ‘অধ্যাপক’ ছিলেন। পরবর্তী সময়ে ২০০৬ সালে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগে। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি এই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি এই বিভাগেই অধ্যাপনা করছেন।

এর বাইরে, ড. নিয়াজ আহমেদ খান ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)- এর প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার এবং বাংলাদেশ ট্রপিক্যাল ফরেস্ট কনজারভেশন (আরণ্যক) ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চশিক্ষা ও গবেষণা করা এই স্কলার দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন।

অধ্যাপক নিয়াজ আহমেদ (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচার) আইইউসিএন-এর বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করার পাশাপাশি ইউএনডিপি বাংলাদেশ-এর সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর; এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ; কুইন এলিজাবেথ হাউস, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়ান ফেলো; কায়রোর আমেরিকান বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট পরিদর্শন গবেষক; পিকেএসএফের ম্যানেজার (অপারেশনস) এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিশিষ্ট ভিজিটিং প্রফেসর হিসেবে ছিলেন।

অধ্যাপক নিয়াজের পরিবেশ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং সামাজিক উন্নয়নের মতো বিস্তৃত ক্ষেত্রগুলোতে ১৭০টিরও বেশি রেফারেড প্রকাশনা প্রকাশ রয়েছে।

যার মধ্যে ৪৫টি ওয়েব অব সায়েন্স বা স্কোপাস ইনডেক্সড জার্নাল রয়েছে।