বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯
নিউজ ডেস্ক:-
- আপডেট সময় ০৭:১৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
- / ২৪৩ বার পড়া হয়েছে
শনিবার (৩১ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ‘চলমান বন্যার সার্বিক পরিস্থিতি’ নিয়ে প্রকাশিত তথ্যবিবরণী সূত্রে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, এখনও দেশের বন্যা আক্রান্ত জেলা ১১টি। সেগুলো হলো: ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর এবং কক্সবাজার। আর চট্টগ্রাম, হবিগঞ্জ সিলেট, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, বন্যায় মৃতদের মধ্যে ফেনীতে ২৩, কুমিল্লায় ১৪, নোয়াখালীতে ৯, চট্টগ্রামে ৬, কক্সবাজারে ৩, খাগড়াছড়িতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও মৌলভীবাজারে ১ জন রয়েছেন। আর মৌলভীবাজারে একজন নিখোঁজ রয়েছেন।
বন্যায় ৬ লাখ ৯৬ হাজার ৯৯৫টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের জন্য ৩ হাজার ৯২৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৩ লাখ ৯৩ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। আর বর্তমানে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৫৪ লাখ ৫৭ হাজার ৭০২ জন।
ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবায় ১১ জেলার ৫১৯টি মেডিকেল টিম কাজ করছে।