ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ম অবমাননার অভিযোগে পাবিপ্রবিতে দিনভর আন্দোলন, প্রশাসনিক ভবনে তালা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / ১২৭ বার পড়া হয়েছে

ইসলামিক স্কলার ডা. জাকির নায়েককে নিয়ে কটূক্তির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। অভিযুক্ত নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের দুই শিক্ষার্থী এবং ফার্মেসি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।

রোববার (১৬ মার্চ) সকাল ১১টার সময় শিক্ষার্থীরা প্রথমে অভিযোগ নিয়ে ফার্মেসি বিভাগে অভিযোগ দিতে যান এবং অভিযুক্ত শিক্ষার্থীদের পরীক্ষায় না বসতে দেয়ার আহ্বান জানান। একই দাবিতে বিভাগ থেকে বের হয়ে বিক্ষোভ সমাবেশ করে সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে বিচারের দাবিতে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।
এর আগে, গত সপ্তাহে ইউআরপি বিভাগের দুই শিক্ষার্থী ফেসবুকে ইসলাম ধর্ম ও বিশিষ্ট ইসলামী স্কলার ড. জাকির নায়েক সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অবমাননাকর মন্তব্য করেন বলে জানা যায়। এতে ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানিয়ে এক দিনের আলটিমেটাম দেন। তবে তিন দিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ ওঠে।

এদিকে, গতকাল শনিবার ফার্মেসি বিভাগের হিন্দু সম্প্রদায়ের কিছু শিক্ষার্থীর ব্যক্তিগত মেসেঞ্জার গ্রুপ থেকে ইসলাম ধর্ম, এর বিধিবিধান ও নিয়ম-কানুন নিয়ে হাস্যরস ও কটূক্তিমূলক কথাবার্তার স্ক্রিনশট ফাঁস হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই ক্ষোভ আরো বেড়ে যায় এবং শিক্ষার্থীরা বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। শিক্ষার্থীরা দাবি করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগের ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি; বরং বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। তাদের ভাষ্য মতে, বিক্ষোভের একপর্যায়ে প্রশাসন শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করলেও তারা তাতে সন্তুষ্ট হতে পারেননি। ফলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দেন এবং বিচারের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

একজন বিক্ষোভকারী শিক্ষার্থী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিচারের দাবি জানিয়েছি। কিন্তু প্রশাসন কালক্ষেপণ করছে। আমরা চাই, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হোক। নইলে আমাদের আন্দোলন চলবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান খান শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানান, ‘শিক্ষার্থীদের অভিযোগ আমরা গুরুত্বের সাথে দেখছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

তবে শিক্ষার্থীরা তদন্ত কমিটির আশ্বাসে আশ্বস্ত না হয়ে প্রমাণিত দোষীদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে প্রশাসনিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং তাৎক্ষণিক বিচারের দাবি তোলেন।

সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, ধর্ম অবমাননার অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিকর্ণ দাস দিব্য এবং একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রণয় কুন্ডকে সাময়িক বহিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ধর্ম অবমাননার অভিযোগে পাবিপ্রবিতে দিনভর আন্দোলন, প্রশাসনিক ভবনে তালা

আপডেট সময় ০৭:৩৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

ইসলামিক স্কলার ডা. জাকির নায়েককে নিয়ে কটূক্তির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। অভিযুক্ত নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের দুই শিক্ষার্থী এবং ফার্মেসি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।

রোববার (১৬ মার্চ) সকাল ১১টার সময় শিক্ষার্থীরা প্রথমে অভিযোগ নিয়ে ফার্মেসি বিভাগে অভিযোগ দিতে যান এবং অভিযুক্ত শিক্ষার্থীদের পরীক্ষায় না বসতে দেয়ার আহ্বান জানান। একই দাবিতে বিভাগ থেকে বের হয়ে বিক্ষোভ সমাবেশ করে সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে বিচারের দাবিতে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।
এর আগে, গত সপ্তাহে ইউআরপি বিভাগের দুই শিক্ষার্থী ফেসবুকে ইসলাম ধর্ম ও বিশিষ্ট ইসলামী স্কলার ড. জাকির নায়েক সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অবমাননাকর মন্তব্য করেন বলে জানা যায়। এতে ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানিয়ে এক দিনের আলটিমেটাম দেন। তবে তিন দিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ ওঠে।

এদিকে, গতকাল শনিবার ফার্মেসি বিভাগের হিন্দু সম্প্রদায়ের কিছু শিক্ষার্থীর ব্যক্তিগত মেসেঞ্জার গ্রুপ থেকে ইসলাম ধর্ম, এর বিধিবিধান ও নিয়ম-কানুন নিয়ে হাস্যরস ও কটূক্তিমূলক কথাবার্তার স্ক্রিনশট ফাঁস হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই ক্ষোভ আরো বেড়ে যায় এবং শিক্ষার্থীরা বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। শিক্ষার্থীরা দাবি করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগের ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি; বরং বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। তাদের ভাষ্য মতে, বিক্ষোভের একপর্যায়ে প্রশাসন শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করলেও তারা তাতে সন্তুষ্ট হতে পারেননি। ফলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দেন এবং বিচারের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

একজন বিক্ষোভকারী শিক্ষার্থী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিচারের দাবি জানিয়েছি। কিন্তু প্রশাসন কালক্ষেপণ করছে। আমরা চাই, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হোক। নইলে আমাদের আন্দোলন চলবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান খান শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানান, ‘শিক্ষার্থীদের অভিযোগ আমরা গুরুত্বের সাথে দেখছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

তবে শিক্ষার্থীরা তদন্ত কমিটির আশ্বাসে আশ্বস্ত না হয়ে প্রমাণিত দোষীদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে প্রশাসনিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং তাৎক্ষণিক বিচারের দাবি তোলেন।

সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, ধর্ম অবমাননার অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিকর্ণ দাস দিব্য এবং একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রণয় কুন্ডকে সাময়িক বহিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।