হোলি খেলায় মেয়েদের নিয়ে অশ্লীল মন্তব্যের জেরে প্রাণ গেল ৩ যুবকের

- আপডেট সময় ০৭:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে
হোলি পার্টিতে মেয়েদের নিয়ে অশ্লীল মন্তব্য করেছিলেন এক যুবক। কেউ কেউ ঠাট্টায় শামিল হলেও বাকিরা রেগে তাদের মারধর করেন। এতে তিন যুবক ঘটনাস্থলেই মারা গেছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বেঙ্গালুরুতে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ছয়জন যুবক একসাথে বসে মদ্যপান করছিলেন। তাদের মধ্যে একজন মেয়েদের নিয়ে অশালীন মন্তব্য করেন। যা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনজন। মেয়েদের উদ্দেশে অশ্লীল মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করেন তারা। সামান্য বচসা থেকে এরপর শুরু হয় তুমুল মারপিট।
জানা গেছে, লাঠি ও লোহার রড দিয়ে তিন যুবককে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় তাদের ফেলে রেখে বাকিরা পালিয়ে যায়। একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের ভেতরে একজনের লাশ, একজনকে ঘরের মধ্যে থেকে এবং আরেকজনের লাশ বিল্ডিংয়ের বাইরে থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
পুলিশ আরো জানিয়েছে, ছয়জন যুবক আদতে বিহারের বাসিন্দা। সকলেই পেশায় শ্রমিক। বেঙ্গালুরুতে একটি নির্মাধীন বিল্ডিংয়ে কাজ করছিলেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পলাতক বাকি দু’জনের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
সূত্র : আজকাল