ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গাজার শিফা হাসপাতাল প্রাঙ্গণ থেকে ৬১ ফিলিস্তিনির লাশ উদ্ধার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / ৪৩ বার পড়া হয়েছে

১৫ মাস ধরে চলা ইসরাইলের যুদ্ধের সময় অবরুদ্ধ ফিলিস্তিনের গাজার শিফা হাসপাতাল প্রাঙ্গণে সমাহিত ৬১ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কয়েকদিনের প্রচেষ্টায় লাশগুলো উদ্ধার করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যথাযথভাবে দাফনের জন্য লাশগুলো উদ্ধারে কাজ করা হচ্ছে এবং সিভিল ডিফেন্সের দলগুলো ১৩ মার্চ থেকে লাশ উত্তোলনের প্রক্রিয়া শুরু করেছে।

কর্তৃপক্ষ ধারণা করছে, যুদ্ধের সময় হাসপাতালের আঙিনায় প্রায় ১৬০টি লাশ সমাহিত করা হয়েছে। তাই পুনরুদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করতে আরো বেশ কয়েক দিন সময় লাগতে পারে।

প্রথম দিনে সিভিল ডিফেন্স কর্মীরা ৪৮টি লাশ উদ্ধার করে। এর মধ্যে ১০ জনের পরিচয় জানা যায়নি। দ্বিতীয় দিনে তারা আরো ১৩টি লাশ উদ্ধার করে, যার মধ্যে তিনজনের পরিচয় জানা যায়নি। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরিচয় না জানা লাশগুলো ফরেনসিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। একসময় গাজার বৃহত্তম চিকিৎসাকেন্দ্র শিফা হাসপাতাল যুদ্ধের আগে বছরে চার লাখ ৬০ হাজার মানুষকে জরুরি সেবা, অস্ত্রোপচার, ডায়ালাইসিস চিকিৎসাসহ মাতৃস্বাস্থ্য সেবা দিত।

যুদ্ধের সময় ইসরাইলি বাহিনী বারবার শিফা হাসপাতালে হামলা চালিয়ে ধ্বংস করে দেয়। তাদের প্রথম বড় ধরনের অভিযান ঘটে ২০২৩ সালের ১৬ নভেম্বর, যা ১০ দিন স্থায়ী হয়। ২০২৪ সালের ১৮ মার্চ দ্বিতীয় অভিযান ১ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকে। এ সময় ইসরাইলি সেনারা হাসপাতালের কিছু অংশ ভেঙে দেয়, ভবন পুড়িয়ে দেয় এবং হাসপাতালের ভেতরে ও আশেপাশে হত্যাকাণ্ড চালায়। ফলে এটি সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে পড়ে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ ২০২৫ সালের জানুয়ারিতে আনাদোলুকে বলেন, ইসরাইলের গণহত্যা যুদ্ধের সময় হাসপাতালের ৯৫ শতাংশেরও বেশি ভবন ও সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে।

সূত্র : মিডল ইস্ট আই

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গাজার শিফা হাসপাতাল প্রাঙ্গণ থেকে ৬১ ফিলিস্তিনির লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

১৫ মাস ধরে চলা ইসরাইলের যুদ্ধের সময় অবরুদ্ধ ফিলিস্তিনের গাজার শিফা হাসপাতাল প্রাঙ্গণে সমাহিত ৬১ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কয়েকদিনের প্রচেষ্টায় লাশগুলো উদ্ধার করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যথাযথভাবে দাফনের জন্য লাশগুলো উদ্ধারে কাজ করা হচ্ছে এবং সিভিল ডিফেন্সের দলগুলো ১৩ মার্চ থেকে লাশ উত্তোলনের প্রক্রিয়া শুরু করেছে।

কর্তৃপক্ষ ধারণা করছে, যুদ্ধের সময় হাসপাতালের আঙিনায় প্রায় ১৬০টি লাশ সমাহিত করা হয়েছে। তাই পুনরুদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করতে আরো বেশ কয়েক দিন সময় লাগতে পারে।

প্রথম দিনে সিভিল ডিফেন্স কর্মীরা ৪৮টি লাশ উদ্ধার করে। এর মধ্যে ১০ জনের পরিচয় জানা যায়নি। দ্বিতীয় দিনে তারা আরো ১৩টি লাশ উদ্ধার করে, যার মধ্যে তিনজনের পরিচয় জানা যায়নি। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরিচয় না জানা লাশগুলো ফরেনসিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। একসময় গাজার বৃহত্তম চিকিৎসাকেন্দ্র শিফা হাসপাতাল যুদ্ধের আগে বছরে চার লাখ ৬০ হাজার মানুষকে জরুরি সেবা, অস্ত্রোপচার, ডায়ালাইসিস চিকিৎসাসহ মাতৃস্বাস্থ্য সেবা দিত।

যুদ্ধের সময় ইসরাইলি বাহিনী বারবার শিফা হাসপাতালে হামলা চালিয়ে ধ্বংস করে দেয়। তাদের প্রথম বড় ধরনের অভিযান ঘটে ২০২৩ সালের ১৬ নভেম্বর, যা ১০ দিন স্থায়ী হয়। ২০২৪ সালের ১৮ মার্চ দ্বিতীয় অভিযান ১ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকে। এ সময় ইসরাইলি সেনারা হাসপাতালের কিছু অংশ ভেঙে দেয়, ভবন পুড়িয়ে দেয় এবং হাসপাতালের ভেতরে ও আশেপাশে হত্যাকাণ্ড চালায়। ফলে এটি সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে পড়ে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ ২০২৫ সালের জানুয়ারিতে আনাদোলুকে বলেন, ইসরাইলের গণহত্যা যুদ্ধের সময় হাসপাতালের ৯৫ শতাংশেরও বেশি ভবন ও সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে।

সূত্র : মিডল ইস্ট আই