ডিবি পরিচয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোটি টাকা ডাকাতি

- আপডেট সময় ০৮:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ৪৭ বার পড়া হয়েছে
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ১ কোটি ১০ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার দড়িকান্দি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আরও উল্লেখ করেন, অজ্ঞাত ডাকাতরা গাড়িতে করে আমাদের প্রায় আড়াই ঘণ্টা বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে এবং কয়েকটি স্থানে গাড়ি থামায় এবং সর্বশেষ সিলেট মহাসড়কের একটি অজ্ঞাত জায়গায় আমাদের নিয়ে যায় এবং হ্যান্ডকাফ খুলে হাত গামছা দিয়ে বেঁধে দিয়ে তারা চলে যায়।
ম্যানেজার মো. নাজিম উদ্দিন বলেন, ১ কোটি ১০ লাখ টাকা দুটি কাপড়ের ব্যাগে করে গাড়ির পেছনের সিটে রেখেছিলাম। চোখ বাঁধা থাকায় ডাকাতরা কখন যে আমাদের গাড়ি থেকে টাকাগুলো সরিয়ে নেয় আমরা বুজতে পারিনি। গাড়িতে বারবার আমাদের গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে। এজন্য চুপ করে থাকা ছাড়া উপায় ছিল না। তারা আমাদেরকে হোটেলে খেতে যাচ্ছি বলে গাড়ির দরজা খোলা রেখে চলে যায়। পরে আমি আমার বাঁধা হাত দিয়ে ড্রাইভার মামুন শেখের চোখ ও মুখ বাঁধা গামছা খুলে দেই। পথচারী লোকজনের সাথে কথা বলে জানতে পারি আমরা সিলেট মহাসড়কে রয়েছি।
ছুটির দিনে ব্যাংক থেকে কীভাবে এত টাকা তুলেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে সকল ব্যাংক বিকাশে লেনদেন করে তারা ছুটির দিনেও দুপর ২টা পর্যন্ত লেনদেন করে। আমাদের মালিক দেশের বাহিরে থাকায় উনার সই করা চেকের মাধ্যমে আমরা টাকা তুলেছি।
নাজিম উদ্দিন বলেন, সোনারগাঁও থানা পুলিশ ডাকাতির জায়গা শনাক্ত করে পরে আমাদের অভিযোগ গ্রহণ করে। কিন্তু আজ থানা থেকে ফোন দিয়ে পুলিশ জানিয়ে ছিল তারা কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে আমাদের থানায় গিয়ে শনাক্ত করতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয় থানায় যাওয়ার পথে পুলিশ আমাদের জানায় হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ করতে। হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ করলে বলে এটা আমাদের কাজ না আপনারা থানায় যোগাযোগ করেন। আমাদেরকে থানায় আসতে বলে পুলিশ এখন বলছে তারা কিছুই জানে না। এরপর ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান সাহেবকে ফোন করলে তিনি আমাকে বলেন- ‘আমাকে ডিস্টার্ভ কইরেনই না, আমাদের কি আর কোনো কাজ নাই।’
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, এমন কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। ভুক্তভোগীর তথ্য অনুযায়ী দুপুরে ডাকাতি হলেও রাতে কেন অভিযোগ করতে আসলো। সারাদিন তাহলে কি করলো। তিনি আরও বলেন,আমরা একটা অভিযোগ নিয়ে তদন্ত করতে গিয়ে কিছু ভিডিও ফুটেজ পাই। সেই ফুটেজ পর্যালোচনা করে কোম্পানির কর্মকর্তার কথার সাথে কোনো মিল পাইনি।