রোববার (১৬ মার্চ) তাদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে,আজ বেতন দেবে না। রমজান মাস বেতন ছাড়া সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন।
শ্রমিকদের অভিযোগ, লুমেন টেক্সটাইল কারখানায় ৩০০-৪০০ শ্রমিক কাজ করেন। এখন নাইট বিল দেওয়া হয় না, ইনক্রিমেন্ট নেই। মাসের ১৫-২০ তারিখ বেতন দেয়। রমজান মাসের কারণে শ্রমিকরা আগে বেতন চেয়েছে, বেতন দেওয়ার কথা কিন্তু দেবে না বলে ঘোষণা দিয়েছে। আন্দোলনরত শ্রমিকরা জানান, প্রতিমাসেই বেতন দিতে দেরি করে কারখানা কর্তৃপক্ষ। রমজান মাস উপলক্ষ্যে আগে বেতন দিতে বলা হয়েছিল তাদের।
জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ বলেন, বকেয়া বেতনের দাবিতে কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে প্রায় এক ঘণ্টা পর বিকেল ৫টায় যান চলাচল শুরু হয়।
বিজ্ঞাপন