খুলনায় ‘চরমপন্থী’ কমিউনিস্ট নেতা শাহিন দুর্বৃত্তের গুলিতে নিহত

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৮:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ৪১ বার পড়া হয়েছে
খুলনায় দুর্বৃত্তের গুলিতে শেখ শাহিদুল হক শাহিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে নগরীর বাগমার মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এ ঘটনা ঘটে। তিনি নগরীর দৌলতপুর কাত্তিককুল এলাকার আবদুর রশিদের ছেলে। নিহত শাহিন নগরীর দৌলতপুর বিপ্লবী কমিউনিস্ট পার্টি (চরমপন্থী) খুলনার আঞ্চলিক নেতা এবং হুজি শহিদ হত্যা মামলার আসামি।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘শাহিন আত্মগোপনে ছিলেন। গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে বাগমারা মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এক যুবকের লাশ পড়ে আছে এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গিয়ে আমরা শাহিনের লাশ শনাক্ত করি।’
ওসি আরও বলেন, দুর্বৃত্তরা শাহিনের কান বরাবর একটি গুলি করে। গুলিটি তাঁর মাথা ভেদ করে বের হয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ট্যাগস :