ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আটক ১

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / ২৮৬ বার পড়া হয়েছে

নোয়াখালীর কবিরহাটে তিন বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার প্রস্তুতি চলছে। এর আগে, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আটক ইমাম হোসেন চাঁদপুরের শাহরাস্তি থানার সূচিপাড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শৌরশাক গ্রামের মরহুম আব্দর জব্বারের ছেলে। ভিকটিম তার মায়ের সাথে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের একটি বাড়িতে ভাড়া থাকে।

জানা গেছে, অভিযুক্ত ইমাম হোসেন পায়ে হেঁটে শিলপাটা খুঁটানোর কাজ করেন। বুধবার দুপুরে ইমাম ঘটনাস্থলে গেলে ভিকটিমের মা তাকে একটি পাটা খুঁটানোর জন্য ডাকেন। পাটা খুঁটানো শেষ হলে শিশুটির মা তাকে রেখে বাসা থেকে টাকা আনতে যান। ওই সুযোগে ইমাম হোসেন ভিকটিমকে যৌন নিপীড়ন করেন। পরে ভিকটিমের মা শিশুর চিৎকার শুনে এসে ঘটনাটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীন মিয়া বলেন, ‘এ ঘটনায় নারী ও শিশু নির্যাতনের ১০ ধারায় মামলা নেয়া হয়েছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আটক ১

আপডেট সময় ১২:৪২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

নোয়াখালীর কবিরহাটে তিন বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার প্রস্তুতি চলছে। এর আগে, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আটক ইমাম হোসেন চাঁদপুরের শাহরাস্তি থানার সূচিপাড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শৌরশাক গ্রামের মরহুম আব্দর জব্বারের ছেলে। ভিকটিম তার মায়ের সাথে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের একটি বাড়িতে ভাড়া থাকে।

জানা গেছে, অভিযুক্ত ইমাম হোসেন পায়ে হেঁটে শিলপাটা খুঁটানোর কাজ করেন। বুধবার দুপুরে ইমাম ঘটনাস্থলে গেলে ভিকটিমের মা তাকে একটি পাটা খুঁটানোর জন্য ডাকেন। পাটা খুঁটানো শেষ হলে শিশুটির মা তাকে রেখে বাসা থেকে টাকা আনতে যান। ওই সুযোগে ইমাম হোসেন ভিকটিমকে যৌন নিপীড়ন করেন। পরে ভিকটিমের মা শিশুর চিৎকার শুনে এসে ঘটনাটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীন মিয়া বলেন, ‘এ ঘটনায় নারী ও শিশু নির্যাতনের ১০ ধারায় মামলা নেয়া হয়েছে।’