পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, রাতে সাগরকে বাসা থেকে ডেকে নেয় ছয়-সাতজন যুবক। পরে তাদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় তাদের ভেতরে একজন সাগরকে ছুরিকাঘাত করে। পরে সাগরকে সিআরপি সংযোগ ফেলে রেখে ওই যুবকেরা পালিয়ে যায়। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে সাগরকে তার বন্ধুরা উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল-মামুন শুভ জানান, অতিরিক্ত রক্তক্ষরণে যুবকের মৃত্যু হয়।