ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে তিন দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ ৩ মাদরাসা ছাত্র

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / ২২ বার পড়া হয়েছে

তিন দিন পার হলেও উদ্ধার করা যায়নি পিরোজপুরের কাউখালীতে মাজেদিয়া হাফিজিয়া মাদরাসার নিখোঁজ তিন ছাত্রকে। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার সয়না রঘুনাথপুর ইউয়িনের রঘুনাথপুর থেকে তারা নিখোঁজ হয়।

নিখোঁজ ছাত্ররা- উপজেলার চিরাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে সাফায়েত (১৩), একই উপজেলার আইরন গ্রামের আব্দুল মন্নানের ছেলে সফিকুল (১২) ও বরিশাল সদরের মুরাদ হোসেনের ছেলে মাশফি (১৪)। তারা এক বছর ধরে ওই মাদরাসায় অধ্যয়নরত।

জানা যায়, গত রোববার মাগরিবের নামাজের পর কিছু সময় শ্রেণিকক্ষে পড়াশোনা করে অজু করার কথা বলে বাইরে বের হয়ে যায় ওই তিন ছাত্র। পরে তারা আর ফিরে আসেনি। পরে খোঁজাখুঁজি করে জানা যায়, সন্ধ্যার পর সয়না খেয়া পার হয়ে হুলারহাট চলে যায় ছাত্ররা।

নিখোঁজ এক ছাত্রের অভিভাবক আলমগীর হোসেন জানান, স্থানীয়ভাবে ও আত্মীয়স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেও না পেয়ে মাইকের মাধ্যমে নিখোঁজ হওয়ার খবর প্রচার করেছি। এখনো ছেলের খোজ পাইনি।

মাদরাসার দায়িত্বপ্রাপ্ত হাফেজ মো: রবিউল ইসলাম জানান, গত রোববার সন্ধার পর থেকে তাদের না পেয়ে অভিভাবকদের বিষয়টি জানিয়েছি। থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।

সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ জানান, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। আপনাদের মাধ্যমে জানতে পেরে আমি থানার ওসিকে অবহিত করেছি ও মাদরাসায় খোঁজ নিচ্ছি।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান হোসেন বলেন, ‘নিখোঁজের বিষয়ে জানা নেই। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কাউখালীতে তিন দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ ৩ মাদরাসা ছাত্র

আপডেট সময় ০৭:১৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

তিন দিন পার হলেও উদ্ধার করা যায়নি পিরোজপুরের কাউখালীতে মাজেদিয়া হাফিজিয়া মাদরাসার নিখোঁজ তিন ছাত্রকে। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার সয়না রঘুনাথপুর ইউয়িনের রঘুনাথপুর থেকে তারা নিখোঁজ হয়।

নিখোঁজ ছাত্ররা- উপজেলার চিরাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে সাফায়েত (১৩), একই উপজেলার আইরন গ্রামের আব্দুল মন্নানের ছেলে সফিকুল (১২) ও বরিশাল সদরের মুরাদ হোসেনের ছেলে মাশফি (১৪)। তারা এক বছর ধরে ওই মাদরাসায় অধ্যয়নরত।

জানা যায়, গত রোববার মাগরিবের নামাজের পর কিছু সময় শ্রেণিকক্ষে পড়াশোনা করে অজু করার কথা বলে বাইরে বের হয়ে যায় ওই তিন ছাত্র। পরে তারা আর ফিরে আসেনি। পরে খোঁজাখুঁজি করে জানা যায়, সন্ধ্যার পর সয়না খেয়া পার হয়ে হুলারহাট চলে যায় ছাত্ররা।

নিখোঁজ এক ছাত্রের অভিভাবক আলমগীর হোসেন জানান, স্থানীয়ভাবে ও আত্মীয়স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেও না পেয়ে মাইকের মাধ্যমে নিখোঁজ হওয়ার খবর প্রচার করেছি। এখনো ছেলের খোজ পাইনি।

মাদরাসার দায়িত্বপ্রাপ্ত হাফেজ মো: রবিউল ইসলাম জানান, গত রোববার সন্ধার পর থেকে তাদের না পেয়ে অভিভাবকদের বিষয়টি জানিয়েছি। থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।

সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ জানান, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। আপনাদের মাধ্যমে জানতে পেরে আমি থানার ওসিকে অবহিত করেছি ও মাদরাসায় খোঁজ নিচ্ছি।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান হোসেন বলেন, ‘নিখোঁজের বিষয়ে জানা নেই। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।’