ফেনীতে আ. লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

- আপডেট সময় ০৬:০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
ফেনীতে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় জেলা আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেনী মডেল থানায় দায়েরকৃত পৃথক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান সাজু ও জেলা যুবলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মজুমদার।
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে
প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট অসহযোগ আন্দোলনের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। একই সময়ে শহরের ট্রাংক রোডে অবস্থান নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুর ২টার দিকে মিছিল নিয়ে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহিপাল ফ্লাইওভারের দিকে এগিয়ে যান। এ সময় গুলি, ককটেল বিস্ফোরণে চারপাশ প্রকম্পিত হয়ে ওঠে। বিকেল ৫টা পর্যন্ত থেমে থেমে সেখানে সংঘর্ষ ও গোলাগুলির শব্দ শোনা যায়। ওই সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচারে গুলিতে গুলিবিদ্ধ হওয়া ছাড়াও ইটপাটকেলের আঘাতে আন্দোলনকারী শিক্ষার্থী, পথচারী ও সাংবাদিকসহ আহত হন দেড় শতাধিক মানুষ।