খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন: বিমানবন্দর-গুলশানে গাড়ি পার্কিংয়ে ডিএমপির নির্দেশনা

- আপডেট সময় ০৬:৩৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ১৩৬ বার পড়া হয়েছে
লন্ডন থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
(১) বিমানবন্দরে আগত সকল সাংবাদিক তাদের যানবাহন বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ে রাখবেন।
(৩) গুলশানে আগত সকল সাংবাদিকের যানবাহন গুলশান সোসাইটি পার্কের আশে পাশের সড়কে এক লেনে পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।
(৫) উল্লেখিত নির্ধারিত জায়গা ব্যতিত মহাসড়ক বা অন্য কোন জায়গায় গাড়ী পার্কিং না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
(৬) গমনাগমন রুটে কোন যানবাহন পার্কিং না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।
(৭) মুভমেন্ট চলাকালীন গাড়ি বহরে অননুমোদিত গাড়ি যুক্ত না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।