এনসিপি সংগঠককে গণপিটুনি
এবি পার্টি নেতার হ্যাচারিতে কর্মচারীকে পিটিয়ে হত্যা

- আপডেট সময় ০৭:১৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
কক্সবাজার শহরতলির খুরুশকুল এলাকায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেমের চিংড়ি প্রকল্প ‘আল্লাহওয়ালা হ্যাচারি’তে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।
নিহত আলী আকবর খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ার বাসিন্দা। হ্যাচারির মালিকপক্ষ দাবি করছে, চোর ধরতে গিয়ে অসাবধানতাবশত এই ঘটনা ঘটেছে।
এই ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা জাহাঙ্গীর কাশেমের ছেলে এবং নতুন রাজনৈতিক দল এনসিপির কক্সবাজারের অন্যতম সংগঠক রাইয়ান কাশেমকে গণপিটুনি দেয়। এই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ রাইয়ান কাশেমসহ তিনজনকে আটক করেছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, রোববার রাত ১১টার দিকে আল্লাহওয়ালা হ্যাচারির ভেতরেই আলী আকবরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে ঘটনা ধামাচাপা দিতে তাকে চোর সাজিয়ে নাটক করা হয়েছে। যদিও ছবিতে স্পষ্ট দেখা যায়, আলী আকবরের দুই হাত পেছনে বাঁধা ছিল।
অভিযোগ উঠেছে, রাইয়ান কাশেম সাংবাদিকদের ঘটনাস্থলে যেতে বাধা দেন এবং উত্তেজিত জনতাকে ‘ম্যানেজ’ করতে ঘটনাস্থলে ছুটে যান।
জাহাঙ্গীর কাশেম বলেন, রাতে হ্যাচারিতে চুরি করতে ঢুকেছিল আলী আকবর। হ্যাচারির নাইটগার্ড তাকে ধরতে গেলে সে ছুরিকাঘাত করে। ওই সময় গাছের লাঠি দিয়ে আলী আকবরকে আঘাত করায় হয়তো তার মৃত্যু হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান জানান, তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এখনো মামলা হয়নি।