ভোলায় বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, আহত ২৫

- আপডেট সময় ০৭:১৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ২০৬ বার পড়া হয়েছে
সোমবার বিকেল ৫টার দিকে চাঁদপুর ফাজিল মাদ্রাসা মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতদের চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চাঁদপুর ফাজিল মাদ্রাসা মাঠে চাঁদপুর ইউনিয়ন বিএনপির কমিটির জন্য সম্মেলন আহ্বান করেন উপজেলা বিএনপি। সেখানে সভাপতি পদ প্রত্যাশী জাহিদুল ইসলাম দিদার ও অরবিন্দু দে টিটু সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির মধ্যে দেখা দেয় উত্তেজনা। এক পর্যায়ে তারা ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল, চেয়ার নিক্ষেপ ও লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে তজুমদ্দিন থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সভাপতি পদপ্রত্যাশী অরবিন্দু দে টিটু জানান, আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে এই ইউনিয়নে দীর্ঘদিন যাবত নেতৃত্ব দিয়ে আসছি, জাহিদুল ইসলাম দিদারের জনসমর্থন না থাকায় সে অনুষ্ঠান স্থলের চাঁদপুর ফাজিল মাদ্রাসার গেট আটকিয়ে আমার সমর্থকদের ওপর অতর্কিত হামলা করে। এতে আমার সমর্থকদের অন্তত অর্ধ শতাধিক লোক আহত হয়। এদিকে জাহিদুল ইসলাম দিদারের কাছে জানতে চাইলে তাকে পাওয়া যায়নি।
তজুমদ্দিন থানার ওসি বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে