ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
নিহত ৩, আহত ১২

পাকিস্তানে মিসাইল আক্রমণ চালালো ভারত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে
পাকিস্তানি ভূখণ্ড ও আজাদ কাশ্মিরে মিসাইল আক্রমণ চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এসব হামলা চালানো হয়।
কাতারভিত্তিক বার্তা সংস্থা আলজাজিরার খবর বলছে, ভারতের সেনাবাহিনী জানিয়েছে, কাশ্মির ও আজাদ কাশ্মিরের নয়টি জায়গায় এসব হামলা চালানো হয়। তাদের দাবি, যেসব স্থান থেকে ভারতে ‘সন্ত্রাসীরা’ হামলা চালায় সেসব স্থানে মিসাইল ছুড়া হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী তাদের লক্ষ্যবস্তু নয়। পাকিস্তান জানিয়েছে, হামলায় তাদের তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছে।

অপরদিকে, পাকিস্তান বলছে, তাদের তিনটি স্থানে আক্রমণ চালিয়েছে ভারত। তারাও এর পাল্টা জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযানকে ‘অপারেশন সিঁদুর’ হিসেবে আখ্যায়িত করে বলেছে, সেইসব স্থাপনায় হামলা করা হয়েছে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে ‘সন্ত্রাসী হামলার’ পরিকল্পনা ও নির্দেশ দেয়া হয়েছে।

 পাকিস্তান সশস্ত্র বাহিনীর জনসংযোগ মহাপরিচালক লেফটেন্যান্ট আহমেদ শরিফ চৌধুরী নিশ্চিত করেছেন যে, পাকিস্তানের তিনটি ভিন্ন শহরে মিসাইল ছুড়েছে ভারত। তিনি বলেন, ভারত ভূখণ্ড থেকে এ হামলা চালানো হয়েছে। পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের কোনও ঘটনা ঘটেনি। তিনি আরো বলেন, ক্ষেপণাস্ত্রগুলো পাকিস্তান-শাসিত কাশ্মিরের মুজাফফরাবাদ ও কোটলির পাশাপাশি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল।

উল্লেখ্য, ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকে এ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভারত এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে। এ দু’দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনে জাতিসঙ্ঘসহ অনেক দেশ এগিয়ে এলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

নিহত ৩, আহত ১২

পাকিস্তানে মিসাইল আক্রমণ চালালো ভারত

আপডেট সময় ০৫:২৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
পাকিস্তানি ভূখণ্ড ও আজাদ কাশ্মিরে মিসাইল আক্রমণ চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এসব হামলা চালানো হয়।
কাতারভিত্তিক বার্তা সংস্থা আলজাজিরার খবর বলছে, ভারতের সেনাবাহিনী জানিয়েছে, কাশ্মির ও আজাদ কাশ্মিরের নয়টি জায়গায় এসব হামলা চালানো হয়। তাদের দাবি, যেসব স্থান থেকে ভারতে ‘সন্ত্রাসীরা’ হামলা চালায় সেসব স্থানে মিসাইল ছুড়া হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী তাদের লক্ষ্যবস্তু নয়। পাকিস্তান জানিয়েছে, হামলায় তাদের তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছে।

অপরদিকে, পাকিস্তান বলছে, তাদের তিনটি স্থানে আক্রমণ চালিয়েছে ভারত। তারাও এর পাল্টা জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযানকে ‘অপারেশন সিঁদুর’ হিসেবে আখ্যায়িত করে বলেছে, সেইসব স্থাপনায় হামলা করা হয়েছে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে ‘সন্ত্রাসী হামলার’ পরিকল্পনা ও নির্দেশ দেয়া হয়েছে।

 পাকিস্তান সশস্ত্র বাহিনীর জনসংযোগ মহাপরিচালক লেফটেন্যান্ট আহমেদ শরিফ চৌধুরী নিশ্চিত করেছেন যে, পাকিস্তানের তিনটি ভিন্ন শহরে মিসাইল ছুড়েছে ভারত। তিনি বলেন, ভারত ভূখণ্ড থেকে এ হামলা চালানো হয়েছে। পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের কোনও ঘটনা ঘটেনি। তিনি আরো বলেন, ক্ষেপণাস্ত্রগুলো পাকিস্তান-শাসিত কাশ্মিরের মুজাফফরাবাদ ও কোটলির পাশাপাশি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল।

উল্লেখ্য, ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকে এ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভারত এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে। এ দু’দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনে জাতিসঙ্ঘসহ অনেক দেশ এগিয়ে এলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।