ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীর রায়পুরায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / ৯ বার পড়া হয়েছে
নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম (১৭) উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত চান্দেরকান্দি ইউনিয়নের মেথিকান্দা এলাকার রবিউল্লাহ ছেলে রাহাতকে (২২) উন্নয়ন চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আহত অন্যদের সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দফায় দফায় হামলা-মামলা চলে।

সর্বশেষ মঙ্গলবার ভোরে উভয়পক্ষের লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের হামলায় সাইফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। এছাড়া হামলায় আহত রাহাত নামের একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তারা উভয়েই রুবেলের সমর্থক। গ্রেফতার এড়াতে উভয়পক্ষের আহতরা গোপনে বিভিন্ন হাসপাতালের চিকিৎসা নেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নরসিংদীর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, ‘দু’গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে হামলার ঘটনা ঘটে। এতে ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

নরসিংদীর রায়পুরায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৬:০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম (১৭) উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত চান্দেরকান্দি ইউনিয়নের মেথিকান্দা এলাকার রবিউল্লাহ ছেলে রাহাতকে (২২) উন্নয়ন চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আহত অন্যদের সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দফায় দফায় হামলা-মামলা চলে।

সর্বশেষ মঙ্গলবার ভোরে উভয়পক্ষের লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের হামলায় সাইফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। এছাড়া হামলায় আহত রাহাত নামের একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তারা উভয়েই রুবেলের সমর্থক। গ্রেফতার এড়াতে উভয়পক্ষের আহতরা গোপনে বিভিন্ন হাসপাতালের চিকিৎসা নেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নরসিংদীর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, ‘দু’গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে হামলার ঘটনা ঘটে। এতে ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।’