এ বিষয়ে স্থানীয়রা জানান, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ‘আলম মীরার কান্দি’ এলাকায় বেশ কিছু দিন ধরে মনের বাসনা পূর্ণ করতে শতবছর বয়সী বটগাছের গোড়ায় মোমবাতি, আগরবাতি, নতুন গামছা, কাপড় ও মিষ্টি দেন বিভিন্ন এলাকার কিছু নারী ও মুসল্লীরা। তাদের বিশ্বাস এখানে মানত করলে পূর্ণ হয় মনের আকাঙ্খা।
বিষয়টি নজরে আসে স্থানীয় আলেম সমাজের। বটগাছের গোড়ায় এমন কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না মর্মে সোমবার দুপুরে কুমার নদের পাশে থাকা শত বছরের বটগাছটি করাত দিয়ে কেটে ফেলেন তারা। গাছ কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমলোচনা শুরু হয়।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, ‘সদর উপজেলার চরঘুনসি এলাকার বাসিন্দা আব্দুর সাত্তার হাওলাদারের মালিকানধীন গাছটি ১৫০০ টাকায় কয়েকজন আলেম ক্রয় করেন কেটে ফেললে ঘটনার সূত্রপাত হয়। বিষয়টি নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’