ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধ বন্ধে ইসরাইলকে এড়িয়ে হামাসের সাথে চুক্তির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / ৯ বার পড়া হয়েছে

ধংসস্তুপে পরিণত হয়েছে গাজা। সংগৃহীত

গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহারের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এতদিন যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণের জন্য চাপ দেয়া হলেও হামাস এ ব্যাপারে নমনীয় না হওয়ায় নতুন চিন্তা করছে ট্রাম্প প্রশাসন।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

আল-আরাবি আল-জাদিদ সংবাদমাধ্যমের মতে, গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা প্রচেষ্টার সাথে জড়িত একজন মিসরীয় সূত্রসহ নাম প্রকাশ না করার শর্তে একাধিক আরব সূত্র তাদের কাছে প্রকাশ করেছে, মার্কিন সরকার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পূর্বশর্ত হিসেবে হামাসের নিরস্ত্রীকরণের দীর্ঘ দিনের দাবি প্রত্যাখ্যান করতে প্রস্তুত।

সূত্রগুলো জানিয়েছে, আলোচনায় জড়িত ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা মিসরীয় কর্মকর্তাদের সাথে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। হামাসের প্রাথমিক নিরস্ত্রীকরণের সম্ভাব্য ছাড় মার্কিন সরকারের একযোগে সব ইসরাইলি পণবন্দীদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা বলে জানা গেছে।

সূত্রগুলো আরো জানায়, ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গির এ পরিবর্তনের কারণ মার্কিন প্রেসিডেন্টের অভ্যন্তরীণ মহল ধারণা করছে গাজায় ইসরাইলি পণব্ন্দীদের বাঁচাতে কোনো সামরিক বিকল্প কাজে আসবে না। একইসাথে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মহলের মধ্যে ক্রমেই এ ধারণা বৃদ্ধি পাচ্ছে যে ইসরাইল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সরকার ও ট্রাম্পের প্রতি অত্যধিক কর্তৃত্ববাদী ও কৌশলী আচরণ করছেন।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধ বন্ধে ইসরাইলকে এড়িয়ে হামাসের সাথে চুক্তির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১১:৫১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহারের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এতদিন যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণের জন্য চাপ দেয়া হলেও হামাস এ ব্যাপারে নমনীয় না হওয়ায় নতুন চিন্তা করছে ট্রাম্প প্রশাসন।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

আল-আরাবি আল-জাদিদ সংবাদমাধ্যমের মতে, গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা প্রচেষ্টার সাথে জড়িত একজন মিসরীয় সূত্রসহ নাম প্রকাশ না করার শর্তে একাধিক আরব সূত্র তাদের কাছে প্রকাশ করেছে, মার্কিন সরকার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পূর্বশর্ত হিসেবে হামাসের নিরস্ত্রীকরণের দীর্ঘ দিনের দাবি প্রত্যাখ্যান করতে প্রস্তুত।

সূত্রগুলো জানিয়েছে, আলোচনায় জড়িত ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা মিসরীয় কর্মকর্তাদের সাথে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। হামাসের প্রাথমিক নিরস্ত্রীকরণের সম্ভাব্য ছাড় মার্কিন সরকারের একযোগে সব ইসরাইলি পণবন্দীদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা বলে জানা গেছে।

সূত্রগুলো আরো জানায়, ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গির এ পরিবর্তনের কারণ মার্কিন প্রেসিডেন্টের অভ্যন্তরীণ মহল ধারণা করছে গাজায় ইসরাইলি পণব্ন্দীদের বাঁচাতে কোনো সামরিক বিকল্প কাজে আসবে না। একইসাথে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মহলের মধ্যে ক্রমেই এ ধারণা বৃদ্ধি পাচ্ছে যে ইসরাইল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সরকার ও ট্রাম্পের প্রতি অত্যধিক কর্তৃত্ববাদী ও কৌশলী আচরণ করছেন।