আয়নাঘর পরিদর্শনকালে সেখানে কাটানো বন্দী জীবনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ব্যারিস্টার আরমান। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ক্যারি কেনেডিও। তিনি ব্যারিস্টার আরমানকে সান্ত্বনা দেন।
ক্যারি কেনেডি শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের দমন-পীড়ন ও দুর্নীতির শাসনামলে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় ভূমিকা রেখেছেন। মানবাধিকার নিয়ে তার জোরালো অবস্থান ও আন্তর্জাতিক সচেতনতা তৈরিই ব্যারিস্টার আরমানকে আয়নাঘরে জীবিত রাখার অন্যতম কারণ ছিল।