ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বন্দী বিনিময়ে সম্মত রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:৪১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / ৪০ বার পড়া হয়েছে
যুদ্ধের অবসানের লক্ষ্যে তিন বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেন। ইস্তাম্বুলে আয়োজিত এই বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আলোচনার প্রথম ধাপেই দুই দেশ বন্দী বিনিময়ে সম্মত হয়েছে।
শুক্রবার (১৬ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার তুরস্কে এক যৌথ আলোচনায় রাশিয়া ও ইউক্রেন এক হাজার যুদ্ধবন্দী একে অপরের সাথে বিনিময়ে সম্মত হয়েছে। পাশাপাশি, যুদ্ধবিরতির সম্ভাবনা ও দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকের বিষয়েও আলোচনা হয়েছে বলে উভয় পক্ষের আলোচকরা পৃথক টেলিভিশন বিবৃতিতে জানিয়েছেন।

রাশিয়ার পক্ষ থেকে প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে এক হাজার রুশ যুদ্ধবন্দীর বিনিময়ে এক হাজার ইউক্রেনীয় যুদ্ধবন্দীকে মুক্তি দেয়া হবে। তিনি আরো বলেন, ইউক্রেনীয় পক্ষ সরাসরি রাষ্ট্রপ্রধান পর্যায়ে বৈঠকের অনুরোধ করেছে। আমরা সেটি বিবেচনায় নিয়েছি এবং উভয় পক্ষ একটি সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা পেশ করবে বলে সম্মত হয়েছি।

ইউক্রেনের প্রধান আলোচক ও প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভও পৃথক এক বিবৃতিতে বন্দী বিনিময় নিশ্চিত করেছেন। তিনি জানান, আলোচনায় যুদ্ধবিরতি এবং জেলেনস্কি-পুতিন বৈঠকের সম্ভাবনাও আলোচিত হয়েছে। এদিকে এই বৈঠকটি হচ্ছে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুই দেশের প্রতিনিধিরা একসাথে একই রুমে বৈঠকে বসলেও তারা একে অপরের সাথে হাত মেলাননি।

নিউজটি শেয়ার করুন

বন্দী বিনিময়ে সম্মত রাশিয়া-ইউক্রেন

আপডেট সময় ০৫:৪১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
যুদ্ধের অবসানের লক্ষ্যে তিন বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেন। ইস্তাম্বুলে আয়োজিত এই বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আলোচনার প্রথম ধাপেই দুই দেশ বন্দী বিনিময়ে সম্মত হয়েছে।
শুক্রবার (১৬ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার তুরস্কে এক যৌথ আলোচনায় রাশিয়া ও ইউক্রেন এক হাজার যুদ্ধবন্দী একে অপরের সাথে বিনিময়ে সম্মত হয়েছে। পাশাপাশি, যুদ্ধবিরতির সম্ভাবনা ও দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকের বিষয়েও আলোচনা হয়েছে বলে উভয় পক্ষের আলোচকরা পৃথক টেলিভিশন বিবৃতিতে জানিয়েছেন।

রাশিয়ার পক্ষ থেকে প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে এক হাজার রুশ যুদ্ধবন্দীর বিনিময়ে এক হাজার ইউক্রেনীয় যুদ্ধবন্দীকে মুক্তি দেয়া হবে। তিনি আরো বলেন, ইউক্রেনীয় পক্ষ সরাসরি রাষ্ট্রপ্রধান পর্যায়ে বৈঠকের অনুরোধ করেছে। আমরা সেটি বিবেচনায় নিয়েছি এবং উভয় পক্ষ একটি সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা পেশ করবে বলে সম্মত হয়েছি।

ইউক্রেনের প্রধান আলোচক ও প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভও পৃথক এক বিবৃতিতে বন্দী বিনিময় নিশ্চিত করেছেন। তিনি জানান, আলোচনায় যুদ্ধবিরতি এবং জেলেনস্কি-পুতিন বৈঠকের সম্ভাবনাও আলোচিত হয়েছে। এদিকে এই বৈঠকটি হচ্ছে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুই দেশের প্রতিনিধিরা একসাথে একই রুমে বৈঠকে বসলেও তারা একে অপরের সাথে হাত মেলাননি।